AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সিনিয়র সিটিজ়েন হওয়ার আগেই প্রয়াত অভিনেতা ঋতুরাজ সিং, মধ্যরাতে মুম্বইয়ের বাড়িতেই হার্ট অ্যাটাক

Rituraj Singh Passes Away: আলিয়া ভাট-বরুণ ধাওয়ানের সঙ্গে 'বদ্রিনাথ কি দুলহানিয়া' ছবিতে অভিনয় করেছিলেন ঋতুরাজ সিং। বলিপাড়ায় তিনি খুবই পরিচিত এক তারকা। প্রয়াত হয়েছেন হৃদরোগের কারণে। বয়স হয়েছিল মোটে ৫৯। তাঁর মৃত্যুতে শোকাহত বলিউড। নিকটজনেদের একা করে দিয়ে না-ফেরার দেশে ঋতুরাজ।

সিনিয়র সিটিজ়েন হওয়ার আগেই প্রয়াত অভিনেতা ঋতুরাজ সিং, মধ্যরাতে মুম্বইয়ের বাড়িতেই হার্ট অ্যাটাক
ঋতুরাজ সিং।
| Updated on: Feb 20, 2024 | 11:14 AM
Share

হিন্দি ফিল্মের দুনিয়ায় তিনি ছিলেন বেশ পরিচিত এক মুখ। বলিউডের বহু ছবিতে দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন ঋতুরাজ সিং। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে এই অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল মোটে ৫৯ বছর।

দীর্ঘদিন অগ্ন্যাশয় (pancreas)-এর সমস্যা নিয়ে ভুগছিলেন ঋতুরাজ। চিকিৎসা চলছিল। তাঁর হঠাৎ প্রয়াণে হতবাক হয়ে পড়েছেন ঋতুরাজের নিকটজনেরা। অগ্ন্যাশয়ের সমস্যার কারণে হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। অভিনেতার পরিবারের সক্কলে মর্মাহত। তাঁর ইন্ডাস্ট্রির নিকট বন্ধু অভিনেতা অমিত বহল সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করে লিখেছেন, “হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন। প্যানক্রিয়াসের সমস্যার কারণে কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বাড়িতে ফিরে এসেছিলেন। তারপরই ঋতুরাজের হৃদযন্ত্রে সমস্যা দেখা দিতে শুরু করে। ওঁকে আর বাঁচানো গেল না।”

সোমবার রাত ১২.৩০শে শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋতুরাজ। তাঁর মৃত্যুতে গভীর শোক পেয়েছে পরিবার। বলিউডের অনেক তারকাই তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমের পাতায় ‘MISS YOU’ এবং ‘RIP’ পোস্ট দেখা যাচ্ছে তাঁদের।

‘বনেগি আপনি বাত’, ‘জ্যোতি’, ‘হিটলার দিদি’, ‘শপথ’, ‘ওয়ারিয়ার হাই’, ‘আহট’, ‘আদালত’, ‘দিয়া অউর বাতি’র মতো সিরিয়ালে অভিনয় করেছিলেন ঋতুরাত। সম্প্রতি কাজ করছিলেন অনুপমা ধারাবাহিকেও।