বিয়ের আগেই মা হন প্রীতি, অজানা কাহিনী শুনে চোখ ভিজবেই
Preity Zinta: মাত্র ১৩ বছর বয়সে বাবা দুর্গানন্দ জিন্টাকে গাড়ি দুর্ঘটনায় হারান প্রীতি। প্রীতির যখন ১৫ বছর তখন মারা যান তাঁর মা-ও। ওই ছোট্ট বয়সে বাবা-মা'কে হারিয়ে ভেঙে পড়েননি প্রীতি
জীবনের ৫০টা বছর পার করে ফেলেছেন বলিউডে ডিম্পল গার্ল। শো-বিজ থেকে এই মুহূর্তে দূরেই তাঁর অবস্থান। আইপিএল টিম কিং ইলেভেন পঞ্জাবের মালকিন তিনি। প্রীতির গুণের কথা বলে শেষ করা যাবে না। ২০১৬ সালে গিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। এই মুহূর্তে দুই সন্তানের মা-ও তিনি। তবে জানেন কি, বিয়ের আগেই মা হন অভিনেত্রী। এক নয়, দুই নয়, ৩৪ জন কন্যাসন্তানকে করে নেন আপন। সেই অজানা কাহিনী শুনলে চোখে জল আসবেই।
মাত্র ১৩ বছর বয়সে বাবা দুর্গানন্দ জিন্টাকে গাড়ি দুর্ঘটনায় হারান প্রীতি। প্রীতির যখন ১৫ বছর তখন মারা যান তাঁর মা-ও। ওই ছোট্ট বয়সে বাবা-মা’কে হারিয়ে ভেঙে পড়েননি প্রীতি। তবে জীবনে বাবা-মা না থাকার কষ্ট প্রতি মুহূর্তে দগ্ধ করত তাঁকে।
২০০৯ সালে তাঁর ৩৪ তম জন্মদিনে নিজেই নিজেকে এক উপহার দিয়েছিলেন নায়িকা। ঋষিকেষের মাদার মিরাকল থেকে ৩৪ জন অনাথ শিশুকে দত্তক নিয়ে নেন তিনি। দায়িত্ব নেন তাঁদের জামা কাপড়, পড়াশোনা সহ আজীবনের। বছরে তাঁদের সঙ্গে দুই বার দেখাও করতে যান প্রীতি। কে বলেছে শুধু জন্ম দিলেই মা হওয়া যায়? এত বছর হয়ে গেলেও তাঁর ৩৪ মেয়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এই নায়িকা। আজ তিনি ৩৬ টি সন্তানের জননী। মায়ের দায়িত্ব পালনে কিন্তু এতটুকুও ফাঁক রাখেননি প্রীতি।