AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাইরাস নয়, করোনা ছড়ানোর অন্য ‘কারণ’ জানালেন প্রীতি জিন্টা

এ কী নতুন কথা বলছেন প্রীতি! করোনা কেন ছড়াচ্ছে, তার কারণ কী হতে পারে এটা?

ভাইরাস নয়, করোনা ছড়ানোর অন্য 'কারণ' জানালেন প্রীতি জিন্টা
প্রীতি জিন্টা।
| Edited By: | Updated on: Mar 22, 2021 | 9:58 PM
Share

দেশবাসীর কাছে আর্জি বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার—মাস্ক পড়ুন এবং করোনা আবহের এই পরিস্থিতিতে আরও সচেতন হন। তবে এই আবেদন করলেন এক বুদ্ধিদীপ্ত পোস্টে। ‘কেয়া কহনা’ খ্যাত অভিনেত্রী জনগনদের মাস্ক পরার আবেদন করে ইনস্টাগ্রামে করলেন এক ছবি পোস্ট। তাতে লেখা রয়েছে, ‘যদি আপনি স্বাদ বা গন্ধ হারিয়ে ফেলেন তাহলে তা করোনার উপসর্গ, সাধারণ জ্ঞান হারিয়ে ফেলা করোনার উপসর্গ নয়, এটা করোনা আক্রান্ত হওয়ার কারণ, দয়া করে মাস্ক পড়ুন।’

‘সালাম নমস্তে’ অভিনেত্রী ‘করজোড়ে’-এর ইমোটিকন ক্যাপশনে রেখে হ্যাশট্যাগেলে লেখেন মাস্ক পড়ুন, সচেতন হন।

পরিচালক মুকেশ ছাবড়া থেকে শুরু করে প্রায় ৩৫,০০০ ইনস্টা ইউজার লাইক করেচেন প্রীতির পোস্ট। প্রীতির এই ছবি দেখে ‘কোই মিল গয়া’র সহঅভিনেতা হৃতিক রোশন কমেন্সট সেকশনে লেখেন ‘হাহাহাহা’।

View this post on Instagram

A post shared by Preity G Zinta (@realpz)

কিছুদিন আগে প্রীতি তাঁর জিমে ওয়ার্কআউট সেশনে ছিলেন। তাঁকে সাহায্য করছিলেন সেলিব্রিটি ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। যোগ ব্যায়ামের মাদুরে ট্র্যাকস্যুট পরে শুয়ে ছিলেন প্রীতি। ঠোঁটে স্মিত হাসি।

ঠিক এমন এক মুহূর্তে ক্যাটরিনা করলেন ক্লিক। উঠল ছবি। এবং সেই ছবি পোস্ট হল প্রীতি জিন্টার ইনস্টা হ্যান্ডেলে। ছবি পোস্ট করে ক্যাটরিনা ক্যাপশনে লেখেন, ‘যখন ক্যাটরিনা কইফ আপনাকে জিমে দেখতে পান এবং ফোটোগ্রাফার হয়ে ওঠেন’। ছবি পোস্ট করার পর তিনি ট্যাগও করেন ক্যাটরিনাকে। ‘কমলি গার্ল’ রিপ্লাইয়ে লেখেন, ‘ইয়েএএএ…আমার ছবি জায়গা করে নিয়েছে।’

View this post on Instagram

A post shared by Preity G Zinta (@realpz)