‘প্রেম কোনও বাধাই মানত না…’, শাহরুখের সঙ্গে সমীকরণ নিয়ে কী বলেছিলেন প্রীতি
Relationship Gossip: প্রীতি জিন্টাও সেই তালিকায় থাকা অন্যতম নাম। যাঁর সঙ্গে কাল হো না হো কিংবা বীরজারা দর্শক মনে দাগ কেটে গিয়েছে। 'বীরজারা' ছবি নিয়ে বরাবরই গর্বে মুখ খুলতে দেখা গিয়েছে প্রীতি জিন্টাকে।

শাহরুখ খানের বিপরীতে যেই থাকুক না কেন, তিনিই যেন পর্দায় অনন্যা, রোম্যান্সে তিনি একাই ১০০। কারণ শাহরুখ খান রোম্যান্সের কিং। তাঁর সঙ্গে তাই প্রতিটা অভিনেত্রীরই এক বিশেষ সমীকরণ যেন বর্তমান। শাহরুখ খানের সঙ্গে সে কাজল হোক কিংবা রানি মুখোপাধ্যায়, ক্যাটরিনা কইফ হোক কিংবা মাধুরী দীক্ষিত, কিংবা অনুষ্কা শর্মা, মুগ্ধ হয়ে গেলেন দর্শকেরা। প্রীতি জিন্টাও সেই তালিকায় থাকা অন্যতম নাম। যাঁর সঙ্গে কাল হো না হো কিংবা বীরজারা দর্শক মনে দাগ কেটে গিয়েছে। ‘বীরজারা’ ছবি নিয়ে বরাবরই গর্বে মুখ খুলতে দেখা গিয়েছে প্রীতি জিন্টাকে।
একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়ে ছিলেন, তখন সম্পর্ক যে মাত্রায় পবিত্র ছিল, সম্পর্ক যে মাত্রায় পোক্ত ছিল, বর্তমানে তার বড়ই অভাব বলে মনে করেন অভিনেত্রী। সেই কারণেই তাঁর কাছে বীরজারা বরাবর বিশেষ হয়ে থাকবে। কারণ সেই ছবির প্রতিটা চরিত্রের ক্ষেত্রে সেই ছবিটা ভীষণ স্পষ্ট ছিল। প্রীতি জিন্টা আরও বলেছিলেন, “সেই সময় প্রেম কোনও বাধাই মানত না, যেখানে সম্পর্কে কথা দেওয়ার অর্থ ছিল কথা রাখা। দেশের সীমানা পেরিয়ে যে ভরসা স্বপ্ন দেখাত। যার ফলে প্রাণঢালা অভিনয় বারবার প্রশংসার কেন্দ্রে জায়গা করে নিয়েছে।”
সেই ছবির সেট থেকেই এক পুরোনো ছবি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছিল। যা নিয়ে চর্চাও হয়েছিল অতীতে। যেখানে বীরজারার একটি গানের দৃশ্যে নাচতে দেখা গেল অভিনেত্রীকে। শাহরুখ খানের সঙ্গে নাচের প্র্যাক্টিস করছিলেন তিনি। সেই মুহূর্তের ছবি লিক হতেই একশ্রেণি বীরজারা ছবির স্মৃতিতে যেন ফিরেছিলেন।





