AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মা কালী হয়ে সবার…! আচমকাই রেগে লাল প্রীতি জিন্টা, কাদের দিলেন হুমকি?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বলিউড সেলেবদের প্রতিটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করার জন্য সদা প্রস্তুত পাপারাজ্জিকা। কখনও বিমানবন্দরে, তো কখনও ফিল্মি পার্টিতে। এমনকী, সেলেবদের বাচ্চাদের ছবি তোলার জন্য়ও ক্য়ামেরা নিয়ে চব্বিশঘণ্টা পাপারাজ্জিরা পড়ে থাকেন সেলেবদের বাড়ির সামনে।

মা কালী হয়ে সবার...! আচমকাই রেগে লাল প্রীতি জিন্টা, কাদের দিলেন হুমকি?
| Updated on: May 14, 2025 | 6:41 PM
Share

একসময় বলিউডে তিনিই ছিলেন ডিম্পল গার্ল। তাঁর মিষ্টি মুখশ্রীর জন্য রাতারাতিই সবার জিয়া জ্বালিয়েছিলেন প্রীতি জিন্টা। পর্দায় তিনি এলেই দর্শকরা বলে উঠতেন কেয়া কহেনা। বলিউডের সেই জারাই সিনেমার পর্দা থেকে বহুদিন ধরে দূরে রয়েছেন। তবে এখন আইপিএলে ক্রিকেট দল কিনে প্রীতি এখন বিজনেস উওম্যান। পাপারাজ্জিদের ক্য়ামেরাও আজও ধরা পড়ে প্রীতির লাস্যময়ী সেই রূপ। কিন্তু প্রীতি যে নরমের সঙ্গে নরম, গরমের সঙ্গে গরম, তা কিন্তু বুঝিয়ে দিলেন সম্প্রতি। সোশাল মিডিয়ায় এসে প্রীতি স্পষ্ট জানিয়ে দিলেন, ঠিক কী কী অপছন্দ তাঁর।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বলিউড সেলেবদের প্রতিটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করার জন্য সদা প্রস্তুত পাপারাজ্জিকা। কখনও বিমানবন্দরে, তো কখনও ফিল্মি পার্টিতে। এমনকী, সেলেবদের বাচ্চাদের ছবি তোলার জন্য়ও ক্য়ামেরা নিয়ে চব্বিশঘণ্টা পাপারাজ্জিরা পড়ে থাকেন সেলেবদের বাড়ির সামনে। সেই কারণে অনুষ্কা, দীপিকারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের বাচ্চাদের ছবি তোলা নিষেধ। সেই পথেই হেঁটেছেন প্রীতি জিন্টাও। কিন্তু প্রীতি পাপারাজ্জিদের দিয়েছেন হুমকিও।

সোশাল মিডিয়ায় এক ফ্যানের প্রশ্নের উত্তরে প্রীতি জানিয়েছেন, মন্দিরের ভিতর ছবি তোলা হোক, সেটা অপছন্দ আমার। আর হ্যাঁ, আমার বাচ্চাদের ছবি ও ভিডিও কেউ যদি লুকিয়েও তোলার চেষ্টা করেন, তাহলে মা কালীর মতো সবাইকে বধ করব! এসব মেনে নেব না।

২০১৬ সালে জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি জিন্টা। ২০২১ সালের নভেম্বর মাসে যমজ সন্তানের মা হন প্রীতি। নাম দেন জিয়া ও জয়।