বয়সের ফারাক ১০, তাও কোন দিক থেকে নিককে হারিয়ে এগিয়ে প্রিয়াঙ্কা
Nick Vs Priyanka: অনেকেই জানেন, প্রিয়াঙ্কা নিকের চেয়ে প্রায় ১০ বছরের বড়। কিন্তু তাতে কী! বয়েসের ব্যবধান কোনও বাধা হয়নি এই তারকা কাপলের কাছে। দীর্ঘদিনের প্রেম পর্বের পর নিকের সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কার।
নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া, সিনেদুনিয়ার অন্যতম চর্চিত জুটি। সম্পর্কের খবর যখনই সামনে এসেছে, তখনই চর্চায় একাধিক ট্রোলিং জায়গা করে নিয়েছে। নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বয়সের তফাৎ অনেকটাই। অনেকেই জানেন, প্রিয়াঙ্কা নিকের চেয়ে প্রায় ১০ বছরের বড়। কিন্তু তাতে কী! বয়েসের ব্যবধান কোনও বাধা হয়নি এই তারকা কাপলের কাছে। দীর্ঘদিনের প্রেম পর্বের পর নিকের সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কার।
কখনও সামনে এসেছে তাঁদের বয়সের ফারাক প্রসঙ্গ, কখনও আবার টাকা। তবে জানেন কি এই জুটির মধ্যে সব থেকে ধনী কে? অনেকের মতোই নিক ও প্রিয়াঙ্কার আলাপ সোশ্যাল মিডিয়ায়। ২০১৬ সালের ঘটনা। প্রিয়াঙ্কার টুইটারে প্রবেশ করেছিলেন নিক। তিনিই বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন প্রিয়াঙ্কার দিকে। তারপর প্রিয়াঙ্কা নিককে তাঁর ফোন নম্বর দেন। ২০১৭ সালে অস্কারের ফ্যানিটি ফেয়ার পার্টিতে প্রথম সামনাসামনি দেখা হয় দু’জনকে।
তবে এই সমীকরণ সবটাই কী টাকার জন্যে? জানেন প্রিয়াঙ্কা চোপড়া কত কোটির মালিক? সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ৬৯০ কোটির মালিক তিনি। অন্যদিকে নিক জোনাস হলেন ৫৮২ কোটি টাকার মালিক। অর্থাৎ সম্পত্তির দিক থেকে সব সময় এগিয়ে প্রিয়াঙ্কা চোপড়াই। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটির বেশি। দিন দিন বাড়ছে সম্পত্তির পরিমাণ। যদিও প্রিয়াঙ্কা চোপড়া তাঁর নতু ব্যবসা সোনা রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ তা বিক্রি হয়ে গিয়েছে। এখন তিনি সিনেমায় ফিরতে মরিয়া। চলছে একাধিক চিত্রনাট্য নিয়ে ভাবনা চিন্তা। ভারতের বুকেও একাধিক পরিচালকের সঙ্গে দেখা করে গিয়েছেন তিনি। অনেকেই মনে করতে পারেন প্রিয়াঙ্কা চোপড়ার থেকে হয়তো নিকের সম্পত্তি বেশি। কিন্তু একেবারেই তা সত্য নয়। দুজনের সম্পত্তির পরিমাণ প্রায় কাছাকাছি হলেও নিক প্রিয়াঙ্কার থেকে বেশি কিছুটা পিছিয়ে।