বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন, প্রকাশ্যে প্রিয়ঙ্কার ভয়ঙ্কর অতীত!
১৩ বছর বয়সে প্রিয়ঙ্কা প্রথমবার আমেরিকা যান। কাকিমার কাছে থেকে সেখানকার স্কুলে পড়াশোনা করতেন তিনি। আর স্কুলের বন্ধুরা তাঁর গায়ের রং নিয়ে নাকি ক্রমাগত কটাক্ষ করত।
তাঁর ত্বকের রং বরাবরই চাপা। ফর্সা তাঁকে কেউই বলবেন না। এই গায়ের রঙের জন্যই বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল তাঁকে। অর্থাৎ প্রিয়ঙ্কা চোপড়াকে (Priyanka Chopra)। সম্প্রতি ওপারা উইনফ্রের শো ‘সুপার কুল’-এ সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের জীবনের এই ভয়ঙ্কর অতীতের কথা শেয়ার করেছেন নায়িকা।
১৩ বছর বয়সে প্রিয়ঙ্কা প্রথমবার আমেরিকা যান। কাকিমার কাছে থেকে সেখানকার স্কুলে পড়াশোনা করতেন তিনি। আর স্কুলের বন্ধুরা তাঁর গায়ের রং নিয়ে নাকি ক্রমাগত কটাক্ষ করত।
View this post on Instagram
প্রিয়ঙ্কার কথায়, “হাইস্কুল খুব কঠিন জায়গা ছিল। সে সময় মহিলা হিসেবে নিজের শরীর চিনতে শুরু করেছিলাম। আর বুঝেছিলাম, গায়ের রং এমন একটা বিষয় যেটা আমি বদলাতে পারব না। আবার যেটা নিয়ে আমাকে অস্বস্তিতে পড়তে হবে।”
১৬ বছর বয়সে কার্যত ভেঙে পড়েন প্রিয়ঙ্কা। তার আগে ক্রমাগত বর্ণবিদ্বেষের শিকার হতে হতে তাঁর নিজের উপর বিশ্বাস চলে গিয়েছিল। “আমি একদিন মাকে ফোন করলাম। ওইদিন বন্ধুরা ঠিক কী করেছিল, এখন আর মনে নেই। কিন্তু মাকে ফোন করে বলেছিলাম, তুমি এখানে এসে আমাকে নিয়ে যাও। আমি আর এদেশে থাকতে চাই না”, শেয়ার করেছেন প্রিয়ঙ্কা।
বলিউডের পাশাপাশি এখন হলিউডেও নিজের পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন প্রিয়ঙ্কা। নিক জোনাসকে বিয়ে, কেরিয়ারে ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’-এর মতো কাজ তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। নিজের ত্বকের রং, নিজের সৌন্দর্য নিয়ে তিনি কনফিডেন্ট। বহু মঞ্চে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদও শোনা গিয়েছে তাঁর গলায়। কিন্তু তাঁর অতীতও যে এমন ভয়ঙ্কর ছিল, তা এবার শেয়ার করেছেন প্রকাশ্যে।
আরও পড়ুন, রবিবার কীভাবে সময় কাটান মধুমিতা সরকার?