Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রসেনজিৎকে নিয়ে এবার কোন চর্চা? বলিউডে বড় খবর!

Prosenjit Chatterjee: হিন্দি টেলিভিশনে প্রযোজক হিসাবে পাওয়া যাবে প্রসেনজিত্‍-কে। এই নিয়ে বলিউডে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। নতুন ধারাবাহিকের নাম ‘কভি নিম নিম কভি শহদ শহদ’।

প্রসেনজিৎকে নিয়ে এবার কোন চর্চা? বলিউডে বড় খবর!
Follow Us:
| Edited By: | Updated on: Mar 24, 2025 | 3:05 PM

বাংলা ধারাবাহিক প্রযোজনার সঙ্গে বহুদিন ধরেই জড়িত প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। তিনি ছবি প্রযোজনা করেন, সে কথাও জানা। এই মুহূর্তে বাংলায় ‘মিত্তিরবাড়ি’ ধারাবাহিকের অন্যতম প্রযোজক বাংলার সুপারস্টার। তার পাশাপাশি এবার হিন্দি টেলিভিশনে প্রযোজক হিসাবে পাওয়া যাবে প্রসেনজিত্‍-কে। এই নিয়ে বলিউডে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। নতুন ধারাবাহিকের নাম ‘কভি নিম নিম কভি শহদ শহদ’।

আবরার কাজিকে দেখা যাবে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে, তেমনও শোনা যাচ্ছে। আরও যেটা খবর, ‘কথা’ ধারাবাহিকের রিমেক হতে পারে এটা। বাংলার বুকে ‘কথা’ ভীষণই সফল একটা ধারাবাহিক। সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে-র জুটির থেকে চোখ ফেরাতে পারেন না দর্শকরা। TV9 বাংলার ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডে সেরা জুটির পুরস্কার পেয়েছিলেন সাহেব-সুস্মিতা। ব্যক্তিগত জীবনেও তাঁদের প্রেম হোক, এমন আবদার অনুরাগীদের। সেসব থেকেই বোঝা যায়, কতটা জনপ্রিয় এই ধারাবাহিক। তাই সেই ধারাবাহিকের হিন্দি রিমেক হলে, দর্শকের আগ্রহ থাকবে।

লক্ষণীয়, হিন্দি টেলিভিশনে প্রযোজনার সঙ্গে বাংলার একাধিক নামী নাম এখন জড়িয়ে গিয়েছে। লীনা গঙ্গোপাধ্যায় আর শৈবাল বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে দারুণ ফল করছে কিছু হিন্দি ধারাবাহিক। সুশান্ত দাস, অর্ক গঙ্গোপাধ্যায় হিন্দি ধারাবাহিক প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন আগেই। এবার প্রসেনজিতের তত্ত্বাবধানে যে হিন্দি ধারাবাহিক আসবে, তা নিয়ে উত্‍সাহী অনুরাগীরা।

‘খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ দারুণ কাজ করেছেন প্রসেনজিত্‍। স্বপ্ননগরী প্রায় মুড়ে গিয়েছে তাঁর ছবিতে। সেই সাফল্য উপভোগ করার পাশাপাশি টেলিভিশনের এই চ্যাপ্টারের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তবে এই হিন্দি ধারাবাহিক সম্পর্কে প্রযোজনা সংস্থার তরফে কিছু ঘোষণা করা হয়নি। তাই কথা ধারাবাহিকের হিন্দি রিমেক কিনা এটি, তা নিশ্চিত করতে ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।