AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সিনেমা হলে দেখুন রামমন্দিরের উদ্বোধন, টিকিটের দাম কত জানেন? থাকছে পপকর্ন কম্বোও

Ayodhya Ram Mandir: রামমন্দিরের উদ্বোধনের দিন বলিউড থেকেও আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কিছু তারকাকে। এঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, রজনীকান্ত, ধনুশ, রণবীর কাপুর, আলিয়া ভাটসহ অন্যান্য।

সিনেমা হলে দেখুন রামমন্দিরের উদ্বোধন, টিকিটের দাম কত জানেন? থাকছে পপকর্ন কম্বোও
টিকিটের দাম কত জানেন?
| Edited By: | Updated on: Jan 20, 2024 | 1:48 PM
Share

আর মাত্র দুই দিন। গোটা দেশ সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রতিষ্ঠা হতে চলেছেন রামমন্দিরের। এক সপ্তাহ আগে থেকেই সেখানে তিলধারণের জায়গা নেই। দেশ ও দেশের বাইরে থেকেও বহু মানুষ হাজির হয়েছে সেখানে। এমতাবস্থায় আপনি যদি অযোধ্যা না যেতে পারেন তবে মন খারাপের কিছু নেই। আপনার জন্য রয়েছে এক বিশেষ ব্যবস্থা। সিনেমা হলে বসেই জায়েন্ট স্ক্রিনে আপনি অনায়াসেই চাক্ষুষ করতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার। সারা ভারত জুড়ে ৭০টি শহরে মোট ১৬০টি প্রেক্ষাগৃহে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

এ প্রসঙ্গে পিভিআর আইনক্সের সহ অধিকর্তা গৌতম দত্ত সংবাদমাধ্যমকে বলেন, “এই ধরনের ঐতিহাসিক ঘটনা এভাবেই বড় করে পালিত হওয়া উচিৎ। সারা ভারত জুড়ে যে উদযাপন চলছে বড় পর্দা সেই উদযাপনেই প্রান ণিয়ে আসবে। এভাবেই ভক্তদের সঙ্গে নিজেদের যুক্ত করে আমরাও আনন্দ লাভ করব।” সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রশ্ন হল, কত দাম রাখা হয়েছে টিকিটের? আইনক্স সূত্রে জানা গিয়েছে ১০০ টাকা পড়বে টিকিটের মূল্য। শুধু তাই নয় ওই ১০০ টাকাতেই আপনাকে দেওয়া হবে কোল্ড ড্রিঙ্কস ও পপকর্ণও। ইতিমধ্যেই ওই টিকিট বিক্রির বেশ ভালই সাড়া মিলেছে।

প্রসঙ্গত, রামমন্দিরের উদ্বোধনের দিন বলিউড থেকেও আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কিছু তারকাকে। এঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, রজনীকান্ত, ধনুশ, রণবীর কাপুর, আলিয়া ভাটসহ অন্যান্য।