Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনার টিকা নিলেন রচনা, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি

এই মুহূর্তে করোনার টিকা নেওয়া নিঃসন্দেহে অভিনব বিষয়। রচনা টিকা নেওয়ার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ‘গুড বাই কোভিড-১৯’ ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা গিয়েছে নায়িকাকে।

করোনার টিকা নিলেন রচনা, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি
রচনার শেয়ার করা সেই ছবি।- ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Mar 10, 2021 | 11:52 AM

করোনা আতঙ্ক এবং লকডাউন পেরিয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে জীবন। নিউ নর্মালে অভ্যস্ত হচ্ছেন সকলে। এর মধ্যেই শুরু হয়েছে কোভিড টিকাকরণ। প্রথমে সুযোগ পাচ্ছেন সিনিয়র সিটিজেনরা। পাশাপাশি ৪৫ বছরের উপর বয়স এবং নির্দিষ্ট কোমর্বিডিটি থাকলে সুযোগ পাচ্ছেন সেই সব নাগরিকরাও। এবার এই টিকা নেওয়ার সুযোগ পেলেন অভিনেত্রী (Actress) রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)।

দেশ জুড়ে সেলেবরা প্রথম থেকেই টিকা নিচ্ছেন। হেমা মালিনী, রাকেশ রোশন, কমল হাসানের মতো ষাটোর্দ্ধোরা যেমন রয়েছেন, তেমনই টিকা নেওয়ার তালিকায় রয়েছেন সইফ আলি খানের মতো ব্যক্তিত্বরাও। সিনিয়র সিটিজেন না হওয়া সত্ত্বেও টিকা নেওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছেন সইফ।

তবে রচনার টিকা নেওয়ার ঘটনাটি ভিন্ন। জানা গিয়েছে, বাড়ির কাছের বেসরকারি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছেন রচনা। নারী দিবসে সেলিব্রেশনের অঙ্গ হিসেবেই হাসপাতাল কর্তৃপক্ষ করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ওই দিন রচনা ছাড়াও বিভিন্ন বয়সী অন্যান্য মহিলারাও টিকা নেওয়ার কর্মসূচীতে সামিল হয়েছিলেন।

এই মুহূর্তে করোনার টিকা নেওয়া নিঃসন্দেহে অভিনব বিষয়। রচনা টিকা নেওয়ার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ‘গুড বাই কোভিড-১৯’ ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা গিয়েছে নায়িকাকে। এই টিকা নেওয়ার পর কিছু স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া সকলেরই হচ্ছে বলে মত বিশেষজ্ঞজদের। রচনাও হয়তো তার ব্যতিক্রম নন। তিনি নিজেই জানিয়েছেন, হালকা জ্বর রয়েছে। আপাতত দিন দু’য়েকের বিশ্রাম নেবেন তিনি।

টেলিভিশনে দিদি নম্বর ওয়ান রিয়ালিটি শো রচনার জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গ থেকে দিদিরা এই শো-এ অংশ নেন। ফলে রচনার এই টিকাকরণে খুশি তাঁর অনুরাগীরাও।

আরও পড়ুন, স্বস্তিকার চোখে ‘extraordi-নারী’, যাঁরা আদরে, শাসনে রাখেন নায়িকাকে