হাতে শ্যাম্পেন নিয়ে স্তন থেকে দুধ পাম্প করছেন রাধিকা, বাথরুম থেকে ভাইরাল ছবি
Radhika Apte: সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে আবারও চর্চার কেন্দ্রে জায়গা করে নিলেন তিনি। যেখানে দেখা যাচ্ছে রাধিকা স্তনের দুধ পাম্প করছেন তাঁর সন্তানের জন্য।অন্য হাতে ওয়াইনের গ্লাস। বাথরুমের ভিতরে দাঁড়িয়ে তুলেছেন এই ছবি।

অভিনেত্রী রাধিকা আপ্তে, বরাবরই তাঁর পোস্টের জন্য চর্চিত। বোল্ড এই সেলিব্রিটি বরাবরই দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে এসেছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে আবারও চর্চার কেন্দ্রে জায়গা করে নিলেন তিনি। যেখানে দেখা যাচ্ছে রাধিকা স্তনের দুধ পাম্প করছেন তাঁর সন্তানের জন্য।অন্য হাতে ওয়াইনের গ্লাস। বাথরুমের ভিতরে দাঁড়িয়ে তুলেছেন এই ছবি। পরণে ল্যাভেন্ডার রঙের একটি পোশাক।
ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে রাধিকা লিখেছেন, “এটাই আমার BAFTA রিয়েলিটি #ব্রেস্টফিডিং #পোস্টপার্টাম #ব্রেস্টপাম্প। আমি ধন্যবাদ জানাতে চাই নাতাশাকে, যিনি আমায় BAFTA অনুষ্ঠানের মধ্যেই এই ব্যবস্থা করে দিয়েছেন।”
তিনি আরও লেখেন, “তিনি শুধু আমাকে বাথরুমে দুধ পাম্প করতে সাহায্য করেননি, এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ যে, তিনি শ্যাম্পেনও নিয়ে এসেছিলেন। নতুন মা হওয়া এবং কাজ করা কঠিন, এমন পরিস্থিতিতে আমাদের সিনেমা শিল্পে এই ধরনের সহানুভূতি এবং যত্ন খুবই কম দেখা যায়।”
এর আগেও তিনি BAFTA থেকে কিছু ছবি শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন, “BAFTA-এ সিস্টার মিডনাইট। নোমিনেশনের জন্য অনেক ধন্বাদ। সন্তান জন্মের পর প্রথম বড় অনুষ্ঠান.. দুই মাস পর… মাত্র ২ ঘণ্টা ঘুম.. আমি একা এটা করতে পারতাম না। আমার টিমের সদস্যদের ধন্যবাদ।”
View this post on Instagram
রাধিকা আপ্তে তাঁর এই পোস্টের মাধ্যমে জীবনের নতুন চ্যালেঞ্জগুলোকেও তুলে ধরেন। মায়ের ভূমিকা এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েও দিয়েছেন তিনি। যদিও তাঁর এই কাজকে মোটেও একশ্রেণি ভাল চোখে দেখছেন না। তাই সোশ্যাল মিডিয়ায় বেজায় ট্রোল্ডও হতে হচ্ছে নায়িকাকে। এই পরিস্থিতিতে মদ্যপান নিয়ে রীতিমত তুলোধনা করছেন নেটিজেনরা।





