নীতা আম্বানি আসলে শাশুড়ি হিসাবে কেমন? এই একটা ছবিই আপনাকে সব বুঝিয়ে দেবে
Radhika-Nita: প্রসঙ্গত, অনন্ত ও রাধিকা এখন প্যারিসে কাটাচ্ছেন মি-টাইম। কখনও রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে তাঁদের, কখনও আবার টুকটাক শপিং, হানিমুন এভাবেই সেলিব্রেট করছেন জুটি।
রাধিকা মার্চেন্ড ও অনন্ত অম্বানি, ২০২৪-এর প্রথম থেকেই চর্চায় এই দুই নাম। কারণ একটাই, অম্বানি পরিবারের বিয়ে বলে কথা। জুটির চার হাত এক করতে দেশ বিদেশ থেকে অতিথিরা এসেছিলেন অম্বানি পরিবারে। গালা আয়োজনে খরচ হয়েছিল ৫০০০ কোটির বেশি। প্রিওয়েডিং থেকে শুরু করে বিয়ে, বিয়ে পরবর্তী সেলিব্রেশন, বিলাসিতায় খামতি ছিল না কোথাও। পরতে পরতে ভাইরাল হয়েছে এই বিয়ে সমস্ত খবর। তবে বিয়ে তো হল, তারপর কেমন আছেন জুটি? নীতা অম্বানি শাশুড়ি হিসেবে কেমন? এই নিয়ে প্রশ্ন অএনেকেরই মনে। এবার সেই অন্দরমহলের সমীকরণই যে একচিলতে ধরা পড়ল ফ্রেমে।
বর্তমানে রাধিকা-অনন্ত ছুটি কাটাচ্ছেন বিদেশে। প্যারিস অলিম্পিক উপভোগ করছেন তাঁরা। সঙ্গে গিয়েছিলেন নীতা অম্বানি, মুকেশ অম্বানি, ইশা অম্বানি ও আনন্দ পরিমল। তবে অলিম্পিক উপভোগ করার পাশাপাশি রাধিকা অনন্তের এটা হানিমুন ট্রিপও বটে। তাই মাঝপথেই প্যারিস থেকে ফিরলেন অম্বানি পরিবারের বাকি সদস্যরা। আর ছেলে ছেলের বউকে বিদেশে রেখে ফেরার মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হতেই নীতার চর্চা নেটপাড়ায়।
View this post on Instagram
ছেলের কপালে চুম্বন, বউমাকে জড়িয়ে ধরে স্নেহ নীতার। সকলে এই ভিডিয়ো দেখা মাত্রই প্রশংসা করলেন নীতার। একবার প্রকাশ্যে তাঁকে বলতে শোনা যায়, যে পুত্রবধূ পরিবারের মেয়ে। তাঁর স্নেহতেও সেই এই ছবি বারবার সামনে উঠে আসতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই নেটিজেনদের মত, শাশুড়ি সত্যি রাধিকার মায়ের মতোই। আগলে রাখে পরিবারের ছোটবউকে।
View this post on Instagram
প্রসঙ্গত, অনন্ত ও রাধিকা এখন প্যারিসে কাটাচ্ছেন মি-টাইম। কখনও রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে তাঁদের, কখনও আবার টুকটাক শপিং, হানিমুন এভাবেই সেলিব্রেট করছেন জুটি।