AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: আরজি কর কাণ্ডের জের, বড় সিদ্ধান্ত রাজের, হাত জোড় করে শুভশ্রী জানালেন…

Raj-Subhashree: সকলের মনে গভীর ক্ষত প্রতিবাদের আওয়াজ হয়ে বেরিয়ে আসছে। তাই এই পরিস্থিতিতে আনন্দ অনুষ্ঠান যেন মেনে নেওয়ার নয়। সেই কারণেি এবার বড় সিদ্ধান্ত নিল রাজের প্রযোজনা সংস্থা।

RG Kar Case: আরজি কর কাণ্ডের জের, বড় সিদ্ধান্ত রাজের, হাত জোড় করে শুভশ্রী জানালেন...
| Updated on: Aug 16, 2024 | 11:42 AM
Share

আরজি কর কাণ্ডে থমকে গোটা দেশ। শহর কলকাতার বুকে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। তিলোত্তমার নৃশংস হত্যা মেনে নেওয়ার নয়। বিচার চেয়ে একের পর এক আন্দোলন, এর দায় কে নেবে? উঠছে প্রশ্ন। কী দোষ ছিল আরজি করের পড়ুয়া ডাক্তারের? ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন? নিজেরই কর্ম স্থালকে নিরাপদ মনে করার ভুল করেছিলেন? প্রশ্ন উঠছে হাজার। কিন্তু উত্তর দেবে কে? নারী সুরক্ষা কোথায়? রাতের শহরে কেন মেয়েরা এতটা নিরাপত্তাহীনতায় ভোগে? কেন অন্ধকারে হারিয়ে যেতে হয় তিলোত্তমাদের? উত্তর খুঁজছেন সকলে। সকলের মনে গভীর ক্ষত প্রতিবাদের আওয়াজ হয়ে বেরিয়ে আসছে। তাই এই পরিস্থিতিতে আনন্দ অনুষ্ঠান যেন মেনে নেওয়ার নয়। সেই কারণেি এবার বড় সিদ্ধান্ত নিল রাজের প্রযোজনা সংস্থা।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়ের ছবি বাবলি মুক্তি পেয়েছে স্বাধীনতা দিবসের দিন। যার পরের দিন বিশেষ প্রিমিয়ারের ব্যবস্থা করেছিলেন তাঁরা। তবে এবার সেই কাজ থেকে বিরত থাকল প্রযোজনা সংস্থা। বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, ছবির বিশেষ প্রিমিয়ার বাতিল করা হচ্ছে। ছবি প্রেক্ষাগৃহে চলছে, যদি কেউ মনে করে, পছন্দ হয়, তবে যেন ছবিটি তাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।

ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘বর্তমান অস্থির ও অনভিপ্রেত পরিস্থিতিতে দাঁড়িয়ে টিম বাবলি-র তরফে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালের স্পেশাল স্ক্রিনিং বন্ধ থাকছে। আমরা ছবির সবরকমের প্রচার থেকেও দূরে থেকেছি। তবুও যাঁরা ছবি দেখতে আসছেন তাঁদের ধন্যবাদ জানাই। টিম ‘বাবলি’ নারী স্বাধীনতা ও মর্যাদার কথা বলে।’