প্রয়াত অভিনেতা, রাজ কাপুরের পুত্র রাজীব কাপুর

২৮ বছর পর আশুতোষ গোয়ারিকারের ছবি ‘তুলসিদাস জুনিয়র’ ছবিতে আবার পর্দায় ফেরার কথাও চলছিল রাজীবের। ২০২০ সালে ছবিটির ঘোষণাও হয়। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত।

প্রয়াত অভিনেতা, রাজ কাপুরের পুত্র রাজীব কাপুর
রাজীব কাপুর।
Follow Us:
| Updated on: Feb 09, 2021 | 4:59 PM

প্রয়াত বলিউড অভিনেতা এবং রাজ কাপুরের পুত্র রাজীব কাপুর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল আটান্ন। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা। ঋষি কাপুরের স্ত্রী নিতু কাপুর রাজীবের প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। রাজীব কাপুরের ছবি পোস্ট করে ক্যাপশানে লেখেন, ‘শান্তিতে থাকুন’।

আরও পড়ুন জঙ্গল সাফারিতে আয়ুষ্মান খুরানা, পাশে স্ত্রী, পুত্র ও কন্যা

রাজীব কাপুর. ঋষি ও রন্ধীর কাপুরের ছোট ভাই। ‘রাম তেরি গঙ্গ মইলি’ ছবিতে রাজীব কাপুর ডেবিউ কররেন। তারপর ‘মেরা সাথি’, ‘হাম তো চলে পরদেশ’-এর মতো ছবি করেছেন। অভিনেতা রাজীব প্রযোজকের আসনেও বসেছেন। তাঁর প্রযোজিত ছবি ছিল ‘হেনা’ (১৯৯১)।

অক্ষয় খান্না এবং ঐশ্বর্য রাই অভিনীত ‘আ অব লউট চলে’ ছবিরও প্রযোজক ছিলেন তিনি। দাদা ঋষি কাপুর এবং মাধুরি দীক্ষিতকে নিয়ে ‘প্রেম গ্রন্থ’ ছবির পরিচালনাও করেন। রাজীব ২৮ বছর পর পরিচালক আশুতোষ গোয়ারিকারের ছবি ‘তুলসিদাস জুনিয়র’ ছবিতে আবার পর্দায় ফিরতেন রাজীব কাপুর। ২০২০ সালে ছবিটির ঘোষণাও হয়। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত।