AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন রজনীকান্ত

এই খবর প্রকাশ্যে আসার পরই রজনীকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির সদস্যরাও রজনীকে অভিনন্দন জানাচ্ছেন। সকলেই একমত, যোগ্য ব্যক্তি এই সম্মান পাচ্ছেন।

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন রজনীকান্ত
ফাইল চিত্র।
| Updated on: Apr 01, 2021 | 3:49 PM
Share

৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা (Actor) রজনীকান্ত (Rajinikanth)। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর। তিনি জানান, ‘এই ঘোষণা করতে ভাল লাগছে যে, ২০১৯-র দাদাসাহেব ফালকে পুরস্কার পাবেন ভারতীয় সিনেমার অন্যতম অসাধারণ অভিনেতা রজনীকান্ত। অভিনেতা, প্রযোজক, চিত্রনাট্যকার হিসেবে তাঁর অবদান অসামান্য।’

কোভিড পরিস্থিতির কারণে ২০১৯-এ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো দাদাসাহেব ফালকে পুরস্কারও স্থগিত রাখতে হয়েছিল। রজনীকান্তকে এই পুরস্কার প্রাপক হিসেবে যোগ্য যাঁরা মনে করেছেন সেই জুরি সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রকাশ জাভরেকর। সদস্য তালিকায় ছিলেন আশা ভোঁসলে, শঙ্কর মহাদেবন, মোহনলাল, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, সুভাষ ঘাইয়ের মতো শিল্পীরা।

এই খবর প্রকাশ্যে আসার পরই রজনীকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির সদস্যরাও রজনীকে অভিনন্দন জানাচ্ছেন। সকলেই একমত, যোগ্য ব্যক্তি এই সম্মান পাচ্ছেন।

এই সম্মানে সম্মানিত রজনীকান্ত স্বাভাবিক ভাবেই আপ্লুত। তিনি টুইট করেন, ‘ভারত সরকারকে ধন্যবাদ, শ্রদ্ধা প্রণাম। আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য নরেন্দ্র মোদীজি, প্রকাশ জাভরেকরজি এবং জুরি সদস্যদের অসংখ্য ধন্যবাদ। আমার এই যাত্রায় যাঁরা অংশ নিয়েছিলেন, এই পুরস্কার তাঁদের উৎসর্গ করলাম। ঈশ্বরকে ধন্যবাদ।’

৭০ বছর বয়সেও সমান অ্যাক্টিভ রজনীকান্ত। প্রতিদিন কাজের মধ্যে থাকতে ভালবাসেন। ১৯৭৫-এ তামিল ছবি ‘অপূর্ব রগনগাল’ দিয়ে তাঁর অভিনয়ের ডেবিউ হয়। এরপর ধীরে ধীরে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তিনি আইকন হয়ে ওঠোন। বলিউডও রজনীর কাজে সমৃদ্ধ। শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের কারণেই তিনি এই পুরস্কার পাচ্ছেন বলে মত অনুরাগীদের।

আরও পড়ুন, করোনা আক্রান্ত ফতিমাকে বাড়ির খাবার পাঠালেন কোন অভিনেতা?