‘রবিনার যৌন আবেদনের কাছে ফিকে’, মায়ের গানে নেচে কটাক্ষে রাশা
সম্প্রতি একটা ইভেন্টে রবিনা-কন্যা রাশা থাডানিকে মায়ের গানে নাচতে দেখা গেল। রাশার সৌন্দর্য কিছু দর্শকের নজর কেড়ে নিয়েছে। কিন্তু মায়ের সঙ্গে রাশার তুলনা যাঁরা করছেন, তাঁরা অনেকেই বলিউডের এই নতুন অভিনেত্রীর পারফরম্যান্সে খুশি নন। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''রবিনার আবেদনের কাছে ফিকে রাশার উপস্থিতি। তিনি ডান্স স্টেপগুলো ঠিকভাবে করেছেন। তবে তাঁর নাচ দেখার জন্য কোনও বাড়তি আগ্রহ তৈরি হল না দর্শকের মধ্যে। মাধুরী দীক্ষিত বা রবিনা ট্যান্ডন যে পর্যায়ে পৌঁছেছিলেন, এঁরা সেটা পারবেন বলে মনে হয় না।''

‘টিপ টিপ বরসা পানি’ গানে নেচে ঝড় তুলেছিলেন রবিনা ট্যান্ডন। ১৯৯৪ সালে মুক্তি পেেয়েছিল ‘মোহরা’ ছবিটা। সেই ছবিতে অক্ষয় কুমার আর রবিনা ট্যান্ডনের রোম্যান্স দেখে দর্শকদের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। এই গানে রবিনার যৌন আবেদন আলাদা করে নজর কেড়ে নিয়েছিল।
সম্প্রতি একটা ইভেন্টে রবিনা-কন্যা রাশা থাডানিকে মায়ের গানে নাচতে দেখা গেল। রাশার সৌন্দর্য কিছু দর্শকের নজর কেড়ে নিয়েছে। কিন্তু মায়ের সঙ্গে রাশার তুলনা যাঁরা করছেন, তাঁরা অনেকেই বলিউডের এই নতুন অভিনেত্রীর পারফরম্যান্সে খুশি নন। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”রবিনার আবেদনের কাছে ফিকে রাশার উপস্থিতি। তিনি ডান্স স্টেপগুলো ঠিকভাবে করেছেন। তবে তাঁর নাচ দেখার জন্য কোনও বাড়তি আগ্রহ তৈরি হল না দর্শকের মধ্যে। মাধুরী দীক্ষিত বা রবিনা ট্যান্ডন যে পর্যায়ে পৌঁছেছিলেন, এঁরা সেটা পারবেন বলে মনে হয় না।”
বলিউডে যেসব তারকা পুত্র বা কন্যা এই মুহূর্তে কাজ করতে আসছেন, তাঁরা বেজায় সমস্যার মুখে পড়ছেন। ‘নাদানিয়া’-তে সইফ আলি খান আর অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম খান খারাপ কাজ করেছেন, এমন দাবি নেটিজেনদের। করণ জোহর সম্প্রতি এক সাক্ষাত্কারে বললেন, ”এই ছবিতে খুশি কাপুর আর ইব্রাহিম কতটা খারাপ, সেটা বলাই এখন ফ্যাশন হয়ে গিয়েছে। বলিউডের তারকাদের পরিবারের কাউকে খারাপ বললে এখন অ্যাটেনশন পাওয়া যায়।” করণের কথার সূত্র ধরে বলা যায়, রাশা হয়তো এমন ট্রেন্ডের শিকার। তবে এটাও ঠিক, রাশা এখনও অবধি কোনও কাজের মাধ্যমে দর্শকদের মনে ছাপ ফেলতে পারেননি।





