‘প্রেমে পড়া বারণ’ ছিল তাঁর বাংলায় এন্ট্রি। তারপর তিনি প্রশ্ন করেছিলেন, ‘কেন রোদের মতো হাসলে না’। তিনি অর্থাৎ গায়ক, সুরকার (Music) রণজয় ভট্টাচার্য (Ranajoy Bhattacherjee)। প্রথম গানটি ‘সোয়েটার’ ছবির। যা কয়েক বছর আগে এক কথায় ভাইরাল হয়েছিল। আর দ্বিতীয় ছবি ‘হৃৎপিন্ড’ এখনও মুক্তি পায়নি। কিন্তু সে ছবির গান ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। সেই রণজয় এবার ‘হারানো সুর’ উপহার দিচ্ছেন। তাও আবার টেলিভিশনে।
বিষয়টা ঠিক কেমন? আসলে এই প্রথমবার বাংলা টেলিভিশনে কাজ করছেন রণজয়। নতুন ধারাবাহিক ‘হারানো সুর’-এ মিউজিকের দায়িত্বে রয়েছেন তিনি। আদ্যন্ত মিউজিক্যাল এই ধারাবাহিকে একদিকে ক্লাসিক্যাল অন্যদিকে কনটেম্পোরারি মিউজিকের মেলবন্ধন ঘটাবেন তিনি।
আরও পড়ুন, ‘কুলি নম্বর ওয়ান’-এ সারাকে দেখে কী বললেন সইফ?
নতুন কাজ নিয়ে উত্তেজিত রণজয়। তিনি শেয়ার করলেন, “এই ধারাবাহিকের গল্পটা খুব সুন্দর। মিউজিক নিয়েই ঘটনাগুলো ঘটছে। পুরনো গান ভিত্তিক। চরিত্ররাও মিউজিক্যাল পার্সোনালিটি। ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল মিউজিক নিয়ে কোথাও সেভাবে কাজ করার সুযোগ হয় না। এখানে ভাল কাজ করার সুযোগ পেয়েছি। খুব পছন্দের একটা কাজ। ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে কন্টোম্পোরারি মিউজিককে ব্লেন্ড করিয়ে একটা অন্য রকম সাউন্ডস্কেপ এখানে করতে পেরেছি। টেলিভিশনে এই ধরনের কাজ করতে পারাটা খুব আনন্দের। কারণ সে সুযোগ হয় না। গল্পটা শুনে ভাল লেগেছিল। টেলিভিশনে যখন মিউজিক্যাল বলা হয়, কৌতূহল হয়েছিল। ‘গানের ওপারে’ দেখেছিলাম। অসাধারণ সিরিয়াল। তারপর তো খুব একটা মিউজিক্যাল কাজ হয়নি।”
আরও পড়ুন, ‘আমি রূপান্তরকামী’, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা হলিউড তারকার
কিছুদিন আগে আমাজন প্রাইমে ‘ব্যান্ডিট বন্দিশ’ দেখেছেন ওয়েব দর্শক। হইচই প্ল্যাটফর্মে ‘তানসেনের তানপুরা’ যথেষ্ট প্রশংসলিত। নতুন করে মিউজিক্যাল ধারাবাহিকের কথাও ভাবা হচ্ছে। তাহলে এটা কি নতুন ট্রেন্ড? রণজয়ের মতে, “এটা খুব ভাল ট্রেন্ড। লোকে মিউজিককে প্রায়োরিটি দিচ্ছে, এটা খুব ভাল লাগছে। মিউজিশিয়ান হিসেবে এর থেকে ভাল কিছু হতেই পারে না।” এই ধারাবাহিকে গান গেয়েছেন অন্বেষা দত্তগুপ্ত, স্নিগ্ধজিৎ ভৌমিক, অম্বরীশ দাস। প্রত্যেকটি গান লিখেছেন বারিষ।
আরও পড়ুন, হৃতিকের পাশে বসে রয়েছেন এক স্টার কিড, চিনতে পারছেন?
ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী, প্রধান চরিত্র অহনার জীবনে গানই ধ্যানজ্ঞান। এক অনুষ্ঠানে তাঁর গান শোনেন সঙ্গীতগুরু শশাঙ্ক শেখর। যিনি ধ্রপদী সঙ্গীতের এক প্রতিষ্ঠান। তাঁর ছেলে নক্ষত্রও সঙ্গীত জগতের বড় নাম। কিন্তু শাস্ত্রীয় নয়, কন্টেম্পোরারি সঙ্গীত নিয়ে চর্চা করেন তিনি। শশাঙ্কশেখর মনে মনে অহনাকে পুত্রবধূ হিসেবে পছন্দ করেন। নক্ষত্ররও ভাল লাগে অহনাকে। কিন্তু অহনার গানের ভালবাসার কথা বিয়ের আগে তিনি জানতেন না। অহনার সঙ্গীত প্রতিভা জানার পর ঘুরে যায় ঘটনার মোড়। দেবেশ চট্টোপাধ্যায়, শর্মিষ্ঠা আচার্য, প্রিয় বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হবে এই ধারাবাহিক। আগামী ৭ ডিসেম্বর থেকে সান বাংলার পর্দায় এই মিউজিক্যাল ধারাবাহিক দেখতে পাবেন দর্শক।