রণবীরের মেসেজ খুলেই দেখেননি পরিচালক, মুখের ওপর জানিয়ে দিলেন…
Ranbir Kapoor: দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভার্গার ফ্রেমে প্রথম রণবীর কাপুর ৯০০ কোটির দরজায় পৌঁছে গিয়েছেন। কিন্তু জানেন কি, এই পরিচালকের ছবি অর্জুন রেড্ডি সুপারহিট হওয়ার পর তাঁকে ফোনে মেসেজ পাঠিয়েছিলেন রণবীর কাপুর?

রণবীর কাপুর, সম্প্রতি ভাইরাল হয়েছেন তাঁর অ্যানিম্যাল ছবির লুকের জন্য। না, কেবল ভাইরাল হওয়া লুকই নয়, ছবিতে তাঁর দাপুটে অভিনয় দর্শক মনে জায়গা করে নেয় রাতারাতি। রণবীর কাপুর অভিনয় জগতে পা দেওয়ার পর থেকেই পাকাপাকি জায়গা করে নিয়েছেন বলিউডে। একের পর এক হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তবে ব্রহ্মাস্ত্র ছবির পর হিট ছবি অ্যানিম্যাল। যা রণবীর কাপুরের কেরিয়ারে এখনও পর্যন্ত সব থেকে বড় হিট ছবি। সেই রণবীর কাপুরকে নিয়েই এখন চর্চা তুঙ্গে। দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভার্গার ফ্রেমে প্রথম রণবীর কাপুর ৯০০ কোটির দরজায় পৌঁছে গিয়েছেন। কিন্তু জানেন কি, এই পরিচালকের ছবি অর্জুন রেড্ডি সুপারহিট হওয়ার পর তাঁকে ফোনে মেসেজ পাঠিয়েছিলেন রণবীর কাপুর?
অর্জুন রেড্ডি, যে ছবির নায়ক ছিলেন বিজয় দেবেরাকোন্ডা, সেই ছবির হিন্দি রিমেকও এক কথায় সুপার হিট। ছবির নাম ছিল কবীর সিং। যেখানে অভিনয় করেছিলেন, শাহিদ কাপুর। যাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। সেই ছবির আগেই সন্দীপ রেড্ডি ভার্গার সঙ্গে যোগাযোগ করেছিলেন রণবীর। তবে কোনও উত্তরই মেলেনি। অর্থাৎ পরিচালক কোনও উত্তরই দেননি। কেন জানেন?
সন্দীপ জানান, তিনি কারও ফোনের উত্তর দিচ্ছিলেন না। অর্জুন রেড্ডির পর তিনি কিছুদিন সবকিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি এসব থেকে দূরে সরে গিয়েছিলেন। আর ঠিক সেই কারণেই রণবীরের মেসেজ তিনি দেখেননি। শুধু তাই নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রণবীর কাপুর কেন, অনিল কাপুরের মেসেজেরও কোনও উত্তর তিনি দেননি।





