AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঋষি কাপুরের সঙ্গে কতটা খারাপ ছিল রণবীরের সম্পর্ক?গোপন তথ্য ফাঁস করলেন কাপুর পরিবারের ঘনিষ্ঠ

তাঁর স্ত্রী নীতু কাপুরের উপর মানসিক ও শারীরিক নির্যাতনের ফলেই নাকি দূরত্ব বেড়েছিল ছেলে রণবীরের সঙ্গে। এমনকী, বহুবার রণবীর এমন পরিস্থিতিতে প্রতিবাদও করেছিলেন। কিন্তু লাভ হয়নি। বরং বিবাদ বেড়েছিল আরও। শোনা যায়, বাবার সঙ্গে বিবাদের কারণেই রণবীর কাপুর ম্যানসন ছেড়ে মুম্বইয়ে নতুন বাড়ি ভাড়া করেছিলেন!

ঋষি কাপুরের সঙ্গে কতটা খারাপ ছিল রণবীরের সম্পর্ক?গোপন তথ্য ফাঁস করলেন কাপুর পরিবারের ঘনিষ্ঠ
| Updated on: Oct 22, 2025 | 5:28 PM
Share

বলিউড গুঞ্জনে আগে থেকেই রটে গিয়েছিল রণবীর কাপুর ও তাঁর বাবা ঋষি কাপুরের সঙ্গে নাকি মোটেই ভাল সম্পর্ক ছিল না। রটনা ছিল ঋষি কাপুরের, তাঁর স্ত্রী নীতু কাপুরের উপর মানসিক ও শারীরিক নির্যাতনের ফলেই নাকি দূরত্ব বেড়েছিল ছেলে রণবীরের সঙ্গে। এমনকী, বহুবার রণবীর এমন পরিস্থিতিতে প্রতিবাদও করেছিলেন। কিন্তু লাভ হয়নি। বরং বিবাদ বেড়েছিল আরও। শোনা যায়, বাবার সঙ্গে বিবাদের কারণেই রণবীর কাপুর ম্যানসন ছেড়ে মুম্বইয়ে নতুন বাড়ি ভাড়া করেছিলেন! আর এবার রণবীর ও ঋষির সম্পর্ক নিয়ে গোপন তথ্য শেয়ার করলেন কাপুর পরিবারের ঘনিষ্ঠ এবং বলিউডের জনপ্রিয় পরিচালক সুভাষ ঘাই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুভাষ ঘাই বলেন,’রণবীরের সঙ্গে ঋষি কাপুরের কোনও মিল নেই। অমিলটাই বেশি। ওদের অভিনয়ের ধরন, ওদের কথা বলা, সবই আলাদা। এমনকী, দুজনের ভাবনা চিন্তাও আলাদা।’

সুভাষ ঘাই আরও বলেন, ‘আসলে রণবীর ও ঋষি কাপুরের মধ্যে সবেতেই বিভেদ ও বিবাদ ছিল। রণবীর অনেক বেশি মুক্ত মনস্ক। কিন্তু ঋষি কাপুর নয়। তাই রণবীরের লাইফস্টাইল, প্রেম, প্রেমিকা এগুলো কখনই ঋষি কাপুর মেনে নেননি। আর এই নিয়েই দুজনের মধ্যে বিবাদ লেগে থাকত।’

সুভাষ ঘাই এত কথা বললেও, তিনি কিন্তু নীতু ও ঋষি কাপুরের দাম্পত্য এবং রণবীরের উপর তার প্রভাব নিয়ে কোনও মন্তব্য করেননি। তাঁর কথায়, ‘রণবীর আগে অপরিণত ছিল। ওর জীবনে আলিয়া আসার পরই পরিণত হয়েছে। বয় থেকে ম্যান হয়েছে।’