Ranbir Kapoor-Shraddha Kapoor-Luv Ranjan: রণবীর-শ্রদ্ধা কাপুরের কোন অজানা তথ্য ফাঁস হল সোশ্যাল মিডিয়াতে!

Ranbir Kapoor-Shraddha Kapoor-Luv Ranjan: রণবীর-এর মায়ের ভুমিকায় ডিম্পল কাপাডিয়া। ডিম্পল তাঁর কেরিয়ার শুরু করেছিলেন রণবীরের বাবা ঋষি কাপুরের সঙ্গে ‘ববি’ ছবি দিয়ে।

Ranbir Kapoor-Shraddha Kapoor-Luv Ranjan: রণবীর-শ্রদ্ধা কাপুরের কোন অজানা তথ্য ফাঁস হল সোশ্যাল মিডিয়াতে!
রণবীর-শ্রদ্ধা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 11:54 PM

প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। দুই অভিনেতার বাবারা একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। এবার তাঁদের পালা। লাভ রঞ্জন পরিচালিত নাম ঠিক না হওয়া ছবিতে তাঁরা অভিনয় করছেন। দিল্লিতে চলছে শুটিং। একটি গানের দৃশ্যের শুটিং করছেন রণবীর-শ্রদ্ধা। হঠাৎ-ই ছবির সেট থেকে সেই শুটিং দৃশ্যের ভিডিয়ো চলে আসে সোশ্যাল মিডিয়াতে।

এই শুটের ভিডিয়ো অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহাকারীর অ্যাকাউন্ট থেকে ঘুরতে থাকে। দু’জনের পরনে ছিল এথনিক পোশাক। রণবীরের পরনে নীল রঙের কুর্তা, আর হলুদ শাড়িতে শ্রদ্ধা। দিল্লির একটি হাভেলিতে অনেক পার্শ্ব নৃত্যশিল্পীদের সঙ্গে দু’জনকে মজার ছলে নাচ করতে দেখা যাচ্ছে। পুরো হাভেলিকে ট্র্যাডিশনালি সাজেনো হয়েছে। যা্ দেখে অনুরাগীদের ২০১৩ সালে রণবীর-দীপিকা অভিনীত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির কথা মনে করিয়ে দিচ্ছে। কমেন্টও এসেছে যেখানে বলা হয়েছে পুরো ‘দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড’ গানের কথা মনে করাচ্ছে এই দৃশ্য।

অনেকে ভাবছেন এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং। কারণ প্রীতম জানিয়ে দিয়েছেন, তিনি এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন। একজন অনুরাগী লিখেছেন, “প্রীতম যখন ছবির সঙ্গীত পরিচালনা করছেন, তখন প্রত্যেকটি গান অন্য মাত্রা পাবে। গত ৫-৬ বছর ধরে বলিউডে ভাল গানের অভাব রয়েছে। রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, লাভ রঞ্জন-এর ছবি নিয়ে উত্তেজিত”। অন্য একজন মন্তব্য করেছেন, “আমরা এই গানটি জন্য অধীর আগ্রহে রয়েছি”।

নাম ঠিক না হওয়া লাভ রঞ্জনের কমেডি-ফ্যামেলি ড্রামা এই ছবি দিয়ে বলিউডে ডেবু করছেন প্রযোজক বনি কাপুর। তিনি ছবিতে রণবীর-এর বাবার চরিত্রে অভিনয় করছেন। রণবীর-এর মায়ের ভুমিকায় ডিম্পল কাপাডিয়া। ডিম্পল তাঁর কেরিয়ার শুরু করেছিলেন রণবীরের বাবা ঋষি কাপুরের সঙ্গে ‘ববি’ ছবি দিয়ে। কামব্যাকও করেছিলেন ঋষি কাপুরের সঙ্গে ‘সাগর’ ছবি দিয়ে। তাঁদের রসায়ন আজও দর্শকদের মুগ্ধ করে। এবার মা-ছেলের অনস্ক্রিন রসায়ন দেখতে সকলে আগ্রহী। সম্ভবত আগামী বছর ছবিটি মুক্তি পাবে।

ছবি সৌজন্য: টুইটার

আরও পড়ুন:Priyanka Chopra-Nick Jonas-Holi: প্রিয়াঙ্কা-নিক ঠোঁটে ঠোঁট দিয়ে হোলির রঙে রাঙাচ্ছেন নিজেদের, সেই ছবি মুহুর্তে ভাইরাল

আরও পড়ুন:Amitabh Bachchan-Jaya Bachchan-Navya Naveli Nanda-Holi: বচ্চন পরিবার এ বছর খুব সীমাবদ্ধভাবে হোলির অনুষ্ঠান করল, কেন?