AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Koel Mallick: মায়ের থেকেই এই স্বভাব পেয়েছেন কোয়েল, হাটে হাঁড়ি ভাঙলেন রঞ্জিত মল্লিক

Tollywood Gossip: বরাবরই ভীষণ কথা বলতে পছন্দ করেন কোয়েল। সেটের সকলকে নিয়ে হুল্লোরে মেতে থাকেন তিনি। তবুও তাঁর কাছাকাছি থাকতে কীসের ভয়? অপুর সংসার টক শোয়ে এসেছিলেন তিনি একবার বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে।

Koel Mallick: মায়ের থেকেই এই স্বভাব পেয়েছেন কোয়েল, হাটে হাঁড়ি ভাঙলেন রঞ্জিত মল্লিক
বাবা-মেয়ে কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক।
| Updated on: Sep 12, 2024 | 11:36 AM
Share

কোয়ল মল্লিক, বরাবরই টলিপাড়ার বেশ পছন্দের অভিনেত্রী। স্টারকিড হলেও একের পর এক ছবিতে দক্ষ অভিনয়ের জেরে নিজেকে প্রমাণ করেছেন তিনি। অভিনয়ের দাপটে ঝড় উঠেছে নেটদুনিয়ায়। ভক্তরা বারবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। তবে বিয়ের পর খানকিটা কাজ কমিয়ে দিয়েছেন কোয়েল। এখন বেশ বাছাই করে কাজ করতে পছন্দ করেন তিনি। বরাবরই ভীষণ কথা বলতে পছন্দ করেন কোয়েল। সেটের সকলকে নিয়ে হুল্লোরে মেতে থাকেন তিনি। তবুও তাঁর কাছাকাছি থাকতে কীসের ভয়? অপুর সংসার টক শোয়ে এসেছিলেন তিনি একবার বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে।

বর্তমানে চুটিয়ে সংসার করছেন কোয়েল মল্লিক। কাজ করছেন বাছাই করেই। টলিপাড়ার এই মিষ্টি অভিনেত্রী বদভ্যাস কী জানেন? একবার বাবা রঞ্জিত মল্লিকই ফাঁস করেছিলেন সেই রহস্য। জিবাংলার টক শো অপুর সংসার-এ একবার রঞ্জিত মল্লিকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন কোয়েল মল্লিক। সেখানেই শ্বাশত চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে রঞ্জিত মল্লিক জানান, কোয়েল বড্ড দেরী করে। শোনা মাত্রই প্রতিবাদ করে ওঠেন কোয়েল। যদিও হাসতে-হাসতে রঞ্জিত মল্লিক জানান, না, তিনি এই দোষ একা কোয়েল মল্লিককে দিতে চান না। এই স্বভাব কোয়েল পেয়েছেন তাঁর মায়ের কাছ থেকেই।

নিসপাল রানের সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক জীবন বেশ ভালই কাটছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। টলিউডে পা রাখার পর একাধিক বার দেব ও জিতের সঙ্গে জুটি বেঁধে সকলে নজরের কেন্দ্রে এসেছিলেন অভিনেত্রী। তবে পর্দার কোনও হিরোকে ব্যক্তিগত জীবনে মনে ধরেনি কোয়েলের বরং তিনি মন দিয়েছিলেন প্রযোজক রানেকে। ভেতর ভেতর বাড়তে থাকে সম্পর্ক। একে অন্যের প্রতি ভাল লাগা অনুভব করার পর থেকেই এগোতে থাকে তাঁদের গল্প। একাধিকবার সাক্ষাৎকারে কোয়েল মল্লিক জানিয়েছিলেন তাঁদের প্রথম ডেটিং রায়চক থেকে একসঙ্গে ফেরা। তারপর থেকেই শুরু পথচলা। এখন এক সন্তান, রানে ও পরিবার নিয়ে বেশ আছেন সেলেব।