AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমাদের ভুল হয়েছে…’, মিশমিকে পাশে নিয়ে করজোড়ে কাতর অনুরোধ রণজয়ের

ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়ে খেতে এসেছিলেন মিশমি ও রণজয়। সেই বিয়ের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখে অনেকেই মনে করে নেন তাঁরা বুঝি নতুন সম্পর্কে জড়িয়েছেন। সেই নিয়ে কম লেখালিখি হয়নি।

'আমাদের ভুল হয়েছে...', মিশমিকে পাশে নিয়ে করজোড়ে কাতর অনুরোধ রণজয়ের
মিশমিকে পাশে নিয়ে করজোড়ে কাতর অনুরোধ রণজয়ের
| Updated on: May 29, 2024 | 2:09 PM
Share

মুখ চোখে বিরক্তি আর কষ্টের ভাব কার্যত স্পষ্ট। বুধবার দুপুরে রণজয় বিষ্ণুর এক ভিডিয়ো নিয়ে আপাতত হইচই। পাশে তাঁরই সহকর্মী মিশমি দাস। সাধারণের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন তাঁরা। একই সঙ্গে জানিয়েছেন, সাম্প্রতিক কালে যা ঘটছে, যা রটেছে তা নিয়ে বিরক্ত তাঁরা। কী এমন ঘটেছে?

ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়ে খেতে এসেছিলেন মিশমি ও রণজয়। সেই বিয়ের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখে অনেকেই মনে করে নেন তাঁরা বুঝি নতুন সম্পর্কে জড়িয়েছেন। সেই নিয়ে কম লেখালিখি হয়নি। ছোট পর্দায় তাঁরা দাদা-বোনের চরিত্রে অভিনয় করলেও অনেকেই ভেবেছিলেন আদৃত-কৌশাম্বীর ছায়া বুঝি দেখা যাবে এখানেও। অতীতে বহুবার নিজেদের সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনকে অস্বীকার করেছেন দু’জনেই। তবু রটনা থামেনি। উল্টে দিদি নম্বর ওয়ানে এসে ‘ভাইয়া থেকে সাইয়া’ ইত্যাদি নানা চটুল মজারও সম্মুখীন হতে হয়েছে মিশমিকে। এবার সেই ঘটনাতেই কার্যত বিরক্ত তাঁরা।

View this post on Instagram

A post shared by RANO JOY (@rano_joy22)

ভিডিয়ো শেয়ার করে রণজয় লেখেন, “আমাদের নিয়ে দয়া করে গুজব রটাবেন না। হাত জোড় করে অনুরোধ করছি। আমাদের ইমেজটা নষ্ট করবেন না। অনেক বছরের পরিশ্রম আছে এর পিছনে। অনেক যত্ন করে লালন করেছি নিজের ইমেজটা। এটা আমার খুব গর্বের জায়গা। সকলের প্রতি ভালবাসা রইল।” একই সঙ্গে রণজয়ের আক্ষেপ, “আমাদের ভুল হয়েছে আমরা একসঙ্গে বন্ধুর বিয়েতে খেতে গিয়েছিলাম”। এর আগে সোহিনী সরকারের সঙ্গে সম্পর্ক ছিল রণজয়ের। ওদিকে মিশমিরও ব্রেক আপ হয়েছে। দুই হৃদয়ভাঙাকে নিয়ে অহেতুক যাতে রটনা না রটে সেই আর্জিই জানিয়েছেন ওঁরা।