AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ধুরন্দর ২’-এ রণবীর- অর্জুন টক্কর, কবে আসছে টিজার?

প্রথম পর্বে অক্ষয় খান্না অভিনীত ‘রেহমান’ চরিত্রের মৃত্যুর পর, দ্বিতীয় পর্বে রণবীরের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে অর্জুন রামপালকে। সূত্রের খবর, অর্জুনের চরিত্রটি অত্যন্ত নৃশংস এবং শক্তিশালী হতে চলেছে। রণবীরের চরিত্রের যে বিবর্তন এবং অ্যাকশন সিকোয়েন্স ছবিতে রাখা হয়েছে, তা গতানুগতিক বলিউড ছবির থেকে অনেকটাই আলাদা।

'ধুরন্দর ২'-এ রণবীর- অর্জুন টক্কর, কবে আসছে টিজার?
| Updated on: Jan 29, 2026 | 2:00 PM
Share

বক্স অফিসে এখন রণবীর সিংয়ের রাজত্ব। আদিত্য ধরের ‘ধুরন্ধর’ যেভাবে দর্শকদের মন জয় করেছে, তার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ‘ধুরন্ধর ২’ নিয়ে উন্মাদনা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট-এর সাম্প্রতিক এক তথ্য অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বহুপ্রতীক্ষিত এই সিক্যুয়েলের টিজার।

টিজারটি যাঁরা ইতিমধ্যেই দেখেছেন, তাঁদের দাবি— রণবীর সিংকে এর আগে কখনও এতটা হিংস্র ও বিধ্বংসী মেজাজে দেখা যায়নি। রেডিট-এর ওই পোস্টে বলা হয়েছে, “রণবীর এখানে আক্ষরিক অর্থেই ‘বিস্ট মোড’-এ রয়েছেন। তাঁর অভিনয়ের তীব্রতা এবং চরিত্রের নেপথ্য কাহিনি দর্শকদের স্তব্ধ করে দেবে।” সবথেকে বড় চমক লুকিয়ে আছে খলনায়কের চরিত্রে। প্রথম পর্বে অক্ষয় খান্না অভিনীত ‘রেহমান’ চরিত্রের মৃত্যুর পর, দ্বিতীয় পর্বে রণবীরের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে অর্জুন রামপালকে। সূত্রের খবর, অর্জুনের চরিত্রটি অত্যন্ত নৃশংস এবং শক্তিশালী হতে চলেছে। রণবীরের চরিত্রের যে বিবর্তন এবং অ্যাকশন সিকোয়েন্স ছবিতে রাখা হয়েছে, তা গতানুগতিক বলিউড ছবির থেকে অনেকটাই আলাদা।

চলতি বছরের ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’। তবে ওই একই দিনে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার যশের ‘টক্সিক’। ফলে বক্স অফিসে এক মহাযুদ্ধের ইঙ্গিত পাচ্ছেন সিনেমা বিশেষজ্ঞরা। আগে জল্পনা ছিল যে, যশের ছবির সাথে সংঘর্ষ এড়াতে হয়তো মুক্তির দিন পিছিয়ে দেবেন আদিত্য ধর। কিন্তু পরিচালক নিজেই নিশ্চিত করেছেন যে, কোনো মতেই ছবি পিছিয়ে দেওয়া হবে না। ১৯ মার্চই মুখোমুখি হবেন যশ এবং রণবীর। সব মিলিয়ে, রণবীরের সেই ‘লায়রি কিং’ আভা আর অর্জুন রামপালের দুর্ধর্ষ ভিলেন অবতার, এই দুইয়ের লড়াই দেখতে এখন চাতক পাখির মতো দিন গুনছেন সিনেপ্রেমীরা।