‘আপনি পুরুষরূপী কঙ্গনা’, সোশ্যাল মিডিয়ায় তির্যক মন্তব্য রণবীর শোরেকে, কী বললেন অভিনেতা?

একজন অভিনেতাকে জিজ্ঞেস করেছেন, “আপনি বেঁচে আছেন কী করে? মেরুদণ্ড ছাড়া একজন বেঁচে থাকে কী করে?” অভিনেতাও চুপ থাকার পাত্র নন।

‘আপনি পুরুষরূপী কঙ্গনা’, সোশ্যাল মিডিয়ায় তির্যক মন্তব্য রণবীর শোরেকে, কী বললেন অভিনেতা?
রণবীর শোরে-কঙ্গনা
Follow Us:
| Updated on: Apr 20, 2021 | 5:54 PM

অভিনেতা রণবীর শোরে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। তাঁর ফলোয়ার্সও নেহাত কম নয়। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্য বা মতামত শেয়ার করেন। কমেন্ট-বক্স ভেসেও যায়। সম্প্রতি অভিনেতার এক মন্তব্যকে ঘিরে সোরগোল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকে তির্যক মন্তব্যে বিঁধেছেন অভিনেতাকে। রণবীরও ছেড়ে দেবার পাত্র নন। তিনিও পাল্টা জবাব দিয়েছেন। সেই নিয়ে বেশ উত্তপ্ত অভিনেতার কমেন্ট-বক্স। কী নিয়ে এত হইচই? গরমাগরম বাক্যালাপ?

এখন ভোটের গরম হাওয়া। তারওপর দ্বিতীয় দফায় করোনার থাবা। মানুষ জেরবার। তবু নেতারা সভা-সমিতি চালিয়েই যাচ্ছেন। হু হু করে বাড়ছে সংক্রমণ। সম্প্রতি কংগ্রেস-নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে রণবীর শোরে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “ধন্যবাদ রাহুল গান্ধী, আপনি আপনার সমস্ত সভা-সমিতি বাতিল করে সঠিক সময় সঠিক বার্তাটাই দিয়েছেন।” এখানেই অবশ্য থেমে যাননি অভিনেতা। লেখার শেষে রেখেছেন একটা খোঁচা, “যদিও এবারে জেতার কোনও সম্ভাবনাই তাঁর নেই।” এই খোঁচাতেই নেটিজেনদের একাংশ খচেছেন। সরাসরি আক্রমণ করেছেন অভিনেতাকে। একজন অভিনেতাকে জিজ্ঞেস করেছেন, “আপনি বেঁচে আছেন কী করে? মেরুদণ্ড ছাড়া একজন বেঁচে থাকে কী করে?” অভিনেতাও চুপ থাকার পাত্র নন। তিনিও পাল্টা জবাব দিয়েছেন, “শকুনকে তাক করে একটা গরুকে কখনও মারা যায় না।”

বিবাদ ক্রমশই জটিল হয়েছে। জল গড়িয়েছে অনেক দূর। একজন নেটিজেন অভিনেতাকে তির্যক মন্তব্য করে বিঁধেছেন, “আপনি পুরুষরূপী কঙ্গনা রানাওয়াত। অত্যন্ত বোকা।” অভিনেতা অবশ্য মাথা গরম করেননি। তাঁর প্রতিক্রিয়ায় রসবোধ। তিনি অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ছবির একটা জিআইএফ দিয়ে লিখছেন, “আপনার কি হিংসে হচ্ছে?”

আরও পড়ুন:অনিল নিলেন ভ্যাকসিন, ছেলের প্রশ্ন “১লা মে-র আগে প্রথম শটটি কীভাবে পেতে পারেন?”

রণবীর শোর রসিক মানুষ। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় তাঁকে একজন ঠেস দিয়ে বলেছিলেন, “কঙ্কনা আপনাকে ছেড়ে ঠিক কাজ করেছিল।” রণবীরর রসিক-জবাব, “আপাতভাবে আমি ঠিক ছিলাম যখন কঙ্কনা আমায় ছেড়ে চলে গিয়েছিল।”