কোভিডে আক্রান্ত অভিনেতা রণবীর শোরে
অভিনেতা রণবীর শোরে কোভিডে আক্রান্ত হয়েছেন। আজ সকালে নিজেই টুইট করে সেই কথা জানিয়েছিন অভিনেতা। তবে কোভিড খুব বেশি কাবু করতে পারেনি রণবীরকে। উপসর্গ প্রায় নেই বললেই চলে। তবু নিজেকে ‘কোয়ারেন্টাইন’-এ রেখেছেন তিনি।
অভিনেতা রণবীর শোরে কোভিডে আক্রান্ত হয়েছেন। আজ সকালে নিজেই টুইট করে সেই কথা জানিয়েছিন অভিনেতা। তবে কোভিড খুব বেশি কাবু করতে পারেনি রণবীরকে। উপসর্গ প্রায় নেই বললেই চলে। তবু নিজেকে ‘কোয়ারেন্টাইন’–এ রেখেছেন তিনি। টুইটারে রণবীর লিখেছেন “ আমি কোভিড পজিটিভ। তবে উপসর্গ খুবই কম। আমি নিজেকে ‘কোয়ারেন্টাইন’–এ রেখেছি।”
রণবীরের টুইট করার পরই ওঁর কমেন্ট–বক্স আরোগ্য কামনায় ভরে ওঠে। একজন লিখেছেন “ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, নিজের যত্ন নিন।” আরেকজন লিখেছেন “ ঈশ্বর আপনার মঙ্গল করুন, উনি সব ঠিক করে দেবেন। আপনি বিশ্রাম নিন।” রণবীর সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়। সম্প্রতি ছাত্র–ছাত্রীদের রাজনৈতিক বক্তব্য রাখা নিয়ে তিনি নেটিজেনদের কাছে সমালোচিত হন। একজন ব্যক্তিগত আক্রমণ করে রণবীরকে লেখেন “ কঙ্কনা আপনাকে ছেড়ে একদম ঠিক কাজ করেছে।”
I have tested positive for #COVID19. Symptoms are mild. Am quarantining.
— Ranvir Shorey (@RanvirShorey) February 17, 2021
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্কনার সঙ্গে কাজ করা নিয়ে রণবীর সন্দেহ প্রকাশ করেছেন। রণবীরকে জিজ্ঞেস করা হয়েছিল কঙ্কনার সঙ্গে তাঁকে আবার ছবিতে একসঙ্গে দেখা যাবে কি না? রণবীর পরিষ্কার বলেন “ সন্দেহ আছে আবার একসঙ্গে কাজ করব কি না! যখন ‘ ডেথ ইন দ্য গঞ্জ’ করেছিলাম,তখনও আমরা একসঙ্গে ছিলাম না। কঙ্কনা ছবিতে আমায় চেয়েছিল বলেই আমি ছিলাম। কিন্তু আমাদের ব্যক্তিগত তিক্ততা আমাদের বাচ্চার ওপর পড়ুক,আমরা কেউই তা চাই না। আমরা যা কিছু স্টেপ নিচ্ছি তা হারুণের ভালর জন্যই নিচ্ছি।”
আরও পড়ুন :দ্বিতীয় বিয়ে কেন, সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করলেন দিয়া মির্জা