ঐশ্বর্য ও ক্যাটরিনার সঙ্গে কেন ব্রেকআপ হল? অবশেষে মুখ খুললেন সলমন
আমির খানকে সঙ্গে নিয়ে কাজল ও টুইঙ্কল খান্নার নতুন টকশো 'টু মাচ উইদ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না'তে হাজির হয়েছিলেন সলমন। আর সেখানেই কথায় কথায়, নিজের প্রেমের সম্পর্কের কথা খোলসা করলেন বলিউডের ভাইজান।

নাহ, তাঁর প্রেম নিয়ে বলিউডে নানা কথা, নানা গুঞ্জন হলেও, তিনি কখনও মুখ খোলেননি। এমনকী, চুপচাপ মেনে নিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন ও ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ কাব্য। তবে আর নয়, টুইঙ্কল খান ও কাজলের প্রশ্নে, মনের আগল আলগা করলেন বলিউডের দাবাং খান সলমন!
সম্প্রতি আমির খানকে সঙ্গে নিয়ে কাজল ও টুইঙ্কল খান্নার নতুন টকশো ‘টু মাচ উইদ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’তে হাজির হয়েছিলেন সলমন। আর সেখানেই কথায় কথায়, নিজের প্রেমের সম্পর্কের কথা খোলসা করলেন বলিউডের ভাইজান।
ঐশ্বর্যকে সত্যি সত্য়িই ভালবেসে ফেলেছিলেন সলমন। শোনা যায়, ঐশ্বর্যকে বিয়ের প্ল্যানও ছিল। কিন্তু হঠাৎ সম্পর্কে ভাঙন। গুঞ্জনে এসেছিল, ঐশ্বর্যের প্রতি সলমনের খারাপ ব্যবহারের জন্য়ই নাকি এই সম্পর্ক টেকে না। এরপর ক্যাটরিনার ক্ষেত্রেও নাকি ঘটেছিল এমনটাই। সত্যিই কী তাই?
টুইঙ্কল খান্না ও কাজলের শোয়ে এসে সলমন বললেন, ” সম্পর্কে থাকার সময় যখন একজন সঙ্গী অন্যজনের তুলনায় বেশি উচ্চতায় পৌঁছে যায়, ঠিক তখনই সম্পর্কে ভিতর সমস্যা শুরু হয়। কোনও একজন নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। তাই আমি মনে করি, দুজনেরই একসঙ্গে বড় হওয়া উচিত। কেউ যেন কারও ঘাড়ে নিশ্বাস না ফেলে, সেদিকে নজর দেওয়া উচিত।” সলমন যেন এই মন্তব্যের মধ্য়ে দিয়েই বুঝিয়ে দিলেন ক্যাটরিনা ও ঐশ্বর্যের ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল। আর সেই কারণেই ব্রেকআপ।
সলমন আরও জানিয়েছিলেন, “আমি বাচ্চা খুব ভালোবাসি, তবে বাচ্চা এলে মা-ও চলে আসবে। আমাদের বাড়িতে তো মায়ের অভাব নেই।” জীবনে একাধিক বার প্রেম এসেছে সলমন খানের জীবনে। সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ে প্রায় ঠিক ছিল। বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল বিয়ের কার্ডও। তবে বিয়ের ঠিক মাস খানেক আগে সেই বিয়ে ভেঙে দেন সলমন খান। এরপর কখনও ঐশ্বর্য রাই বচ্চন আবার কখনও বা ক্যাটরিনা কাইফ– তাঁর প্রেমিকার সংখ্যার শেষ নেই। তবে শেষমেশ কোনও সম্পর্কই পরিণতি পায়নি। এই মুহূর্তে সিঙ্গলই রয়েছেন তিনি। বিয়েরও পরিকল্পনা নেই বলেই দাবি তাঁর।
