খোলা চুল, হাতে সঞ্চয়িতা, ছবি পোস্ট রিয়ার! ‘বাংলা জানো’, প্রশ্ন নেটিজেনের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন নেটিজেনদের একাংশের কাঠগড়ায় রাতারাতি ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন রিয়া তখন রিয়ার পাশপাশি ব্যাকল্যাশ নেমে আসে বাঙালি মেয়েদের উপরেও। তাঁরা 'কালাজাদু' জানে, 'গোল্ড ডিগার'-- ইত্যাদি নানা কদর্য আক্রমণ করা হয়েছিল নেটমাধ্যমে। পাল্টা উঠেছিল প্রতিবাদের ঝড়ও।

খোলা চুল, হাতে সঞ্চয়িতা, ছবি পোস্ট রিয়ার! 'বাংলা জানো', প্রশ্ন নেটিজেনের
Follow Us:
| Updated on: Apr 11, 2021 | 12:13 PM

হলদে কুর্তি, খোলা চুল আর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ‘সঞ্চয়িতা’। নেটমাধ্যমে রিয়া চক্রবর্তীর সাম্প্রতিকতম ছবি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। কমেন্ট সেকশন ভাসছে নানা ধরনের প্রশ্নে। শুধুই পোজ নাকি রিয়া বাংলা পড়তে পারেন? প্রশ্ন নেটিজেনদের।

এখানেই শেষ নয়, রিয়া তাঁর পোস্টে ‘গীতাঞ্জলী’র একটি কোটও তুলে ধরেছেন। হ্যাশট্যাগে লিখেছেন, #এভাবেই বিশ্বাস ধরে রাখছি। সেলেব থেকে সাধারণ, কমেন্ট বক্সেও বাহারি মন্তব্যের ঝড়। রিয়ার ভাল বন্ধু শিবানী দান্ডেকর লিখেছেন ভালবাসার কথা। আর এক নেটিজেনের প্রশ্ন, “বাংলা বই যে নিয়েছ, তুমি পড়তে পারো তো?” রিয়া বাঙালি। যদিও বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ এখন অনেকটাই ফিকে। তাঁর দেশের বাড়িতে এসেছিলেন ছোটবেলায়। এখন মুম্বই-ই তাঁর ভালবাসার জায়গা।

View this post on Instagram

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)

তবু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন নেটিজেনদের একাংশের কাঠগড়ায় রাতারাতি ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন রিয়া তখন রিয়ার পাশপাশি ব্যাকল্যাশ নেমে আসে বাঙালি মেয়েদের উপরেও। তাঁরা ‘কালাজাদু’ জানে, ‘গোল্ড ডিগার’– ইত্যাদি নানা কদর্য আক্রমণ করা হয়েছিল নেটমাধ্যমে। পাল্টা উঠেছিল প্রতিবাদের ঝড়ও।

যদিও সে সব এখন অতীত। ক্রমশ স্বাভাবিকতায় ফিরতে শুরু করেছেন রিয়া চক্রবর্তী। মিশতে শুরু করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গেও। যাচ্ছেন পার্টিতেও। সূত্রের খবর, সম্প্রতি সাকিব সালিমের জন্মদিন পালন করতে আলিবাগ গিয়েছিলেন রিয়া। সঙ্গে ছিলেন সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাও। সাকিব সম্পর্কে বলি অভিনেতা হুমা কুরেশির ভাই। তাই অন্যান্য বলিস্টারেরাও ওই পার্টিতে হাজির ছিলেন বলে জানা যাচ্ছে। সাকিব এবং রিয়ার পরিচয় পুরনো। একসঙ্গে ‘মেরি ড্যাড কি মারুতি’ নামক ছবিতে অভিনয় করেছেন তাঁরা। সুশান্ত কাণ্ডে রিয়ার পাশেও দাঁড়িয়েছিলেন বন্ধু সাকিব।