Aishwarya Rai: ‘কুমড়োর মতো মুখ…’, ঐশ্বর্যার ট্রোলিং নিয়ে এ কী বললেন রিচা!
Aishwarya Rai: রিচা চাড্ডাকে চেনেন? বি-টাউনের বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি। ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে ২০১৬ সালের সর্বজিৎ ছবিতেও কাজ করেছেন রিচা। হঠাৎ করেই রেগে গেলেন তিনি। প্রসঙ্গ, ঐশ্বর্যার ট্রোলিং। বিগত বেশ কিছু দিন ধরেই কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে বিশ্বসুন্দরীকে। বয়স ৫০ ছুঁয়েছে তাঁর।

রিচা চাড্ডাকে চেনেন? বি-টাউনের বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি। ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে ২০১৬ সালের সর্বজিৎ ছবিতেও কাজ করেছেন রিচা। হঠাৎ করেই রেগে গেলেন তিনি। প্রসঙ্গ, ঐশ্বর্যার ট্রোলিং। বিগত বেশ কিছু দিন ধরেই কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে বিশ্বসুন্দরীকে। বয়স ৫০ ছুঁয়েছে তাঁর। তাই মুখে বার্ধক্য লক্ষ্য করেই তাঁকে রীতিমতো তুলোধনা করছেন একটা বড় অংশ। কেউ কেউ আবার দাবি করেছেন, মুখে নাকি বোটক্স করিয়েছেন একদা এই প্রথম সারির অভিনেত্রী। সৌন্দর্য নিয়ে এত নেতিবাচক মন্তব্য, এত সমালোচনায় রেগে গেলেন রিচা। তিনি পাশে দাঁড়ালেন ঐশ্বর্যার। ক্ষোভ উগরে দিয়ে রিচা বলেন, “মানুষ আসলে ওঁকে (ঐশ্বর্যা) নিয়ে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। একটা কুমড়োর মতো মুখ নিয়ে তাঁরা এই সব বলেই বা কী করে? আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষটি হলেন ঐশ্বর্যা রাই বচ্চন। আমার মনে হয় নিয়মে থাকা একজন আদর্শ মানুষ হলেন তিনি। কারও সম্পর্কে কোনওদিন খারাপ কিছু বলতে শুনিনি। আমি ওঁকে পছন্দ করি।”
এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “এক দক্ষিণ ভারতের পরিবারের তাঁর জন্ম। তিনি এমন একজন মানুষ যিনি ঘরে পাতা দই ভাত ও পাপড় খেয়ে বড় হয়েছেন। মানুষ করতে থাকুক তাঁকে ট্রোলিং। ওর কী যায় আসে?”
ওমং উমারের পরিচালনায় ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘সর্বজিৎ’। ছবিতে নামভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল রণদীপ হুডাকে, কিছু দিন বাদেই যিনি রিয়েল লাইফে বিয়ে করতে চলেছে দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে। ছবিতে সর্বজিতের স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল রিচাকে। অন্যদিকে ঐশ্বর্যাকে দেখস গিয়েছিল সর্বজিতের দিদির চরিত্রে। ওই ছবিটি কান চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়। ঐশ্বর্যা হাজির হন। ছবির প্রিমিয়ারে তিনি এক বেগুনি রঙের লিপস্টিক পরেছিলেন। লিপস্টিকের রঙ নিয়ে কম আলোচনা হয়নি।





