AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডেটে গিয়ে রিচাকে ছেড়ে অন্য কিছুর প্রতি আকৃষ্ট হলেন আলি!

আসলে বুধবার আলির সঙ্গে লাঞ্চ ডেটে গিয়েছিলেন রিচা। ঘটা করে সেই ডেটের ছবিও পোস্ট করেছেন তিনি। কিন্তু সেখানে গিয়ে রিচার প্রতি মনই নেই আলির।

ডেটে গিয়ে রিচাকে ছেড়ে অন্য কিছুর প্রতি আকৃষ্ট হলেন আলি!
আলি ফজল এবং রিচা চাড্ডা।
| Updated on: Mar 18, 2021 | 4:15 PM
Share

অভিনেতা জুটি। আলি ফজল (Ali Fazal) এবং রিচা চাড্ডা (Richa Chadha)। তাঁদের সম্পর্কের বিষয়ে সকলেই জানেন। প্রেমিককে নিয়ে সুখেই আছেন রিচা। কিন্তু আলির সঙ্গে ডেটে গিয়ে এক আজব অভিজ্ঞতা হল তাঁর। ডেটে গিয়ে রিচাকে ছেড়ে অন্য কিছুর প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন আলি! এমন অনুভূতি হয়েছে স্বয়ং রিচার।

বিষয়টা ঠিক কী? কেন আলির সঙ্গে ডেটে গিয়ে এমন মনে হল রিচার? সবটাই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। আসলে বুধবার আলির সঙ্গে লাঞ্চ ডেটে গিয়েছিলেন রিচা। ঘটা করে সেই ডেটের ছবিও পোস্ট করেছেন তিনি। কিন্তু সেখানে গিয়ে রিচার প্রতি মনই নেই আলির। বরং খাবার দেখে খাবারের প্রতিই সব মনযোগ চলে গিয়েছে অভিনেতার। মজা করে সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন রিচা।

একই ছবি শেয়ার করেছেন আলিও। তাঁর রসিক মন্তব্য, ‘একটা ভাল দিন। তোমাকে ভালবাসি।’

গত পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন আলি এবং রিচা। গত বছর এনগেজমেন্ট হয় তাঁদের। ২০২০-র এপ্রিলেই বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু প্যানডেমিকের কারণ সেই পরিকল্পনা পিছিয়ে দিতে বাধ্য হন।

আরও পড়ুন, ব্র্যাডের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার প্রমাণ আদালতে জমা দিলেন অ্যাঞ্জোলিনা?

নিজের মতো করে অভিনয়ের কেরিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন দুজনেই। তার মধ্যেও একসঙ্গে কাজের পরিকল্পনা করেছেন। সে কারণেই কিছুদিন আগে যৌথ উদ্যোগে প্রযোজনা সংস্থা খুলেছেন আলি এবং রিচা।