AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বনশালির সঙ্গে তুমুল ঝগড়া রণবীর কাপুরের! বন্ধ ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং?

মিড-ডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, ছবির শুটিং বন্ধ হওয়ার কারণ কোনও বিতর্ক নয়। প্রোডাকশন ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, “পুরো ইউনিট বর্তমানে পূর্বপরিকল্পিত বছর শেষের ছুটিতে রয়েছে। কয়েক মাস আগেই এই ছুটির বিষয়টি স্থির করা হয়েছিল।

বনশালির সঙ্গে তুমুল ঝগড়া রণবীর কাপুরের! বন্ধ ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং?
| Updated on: Jan 03, 2026 | 1:24 PM
Share

সঞ্জয় লীলা বনশালির ড্রিম প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে রণবীর কাপুরের সঙ্গে পরিচালকের মনোমালিন্যের খবর নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল ছিল বি-টাউন। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে অন্য কথা। কোনও ঝগড়া বা সৃজনশীল মতপার্থক্য নয়, বরং ছবির কাজ বাকি থাকায় পিছিয়ে দেওয়া হয়েছে এর শুটিং ও মুক্তির সময়সীমা।

মিড-ডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, ছবির শুটিং বন্ধ হওয়ার কারণ কোনও বিতর্ক নয়। প্রোডাকশন ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, “পুরো ইউনিট বর্তমানে পূর্বপরিকল্পিত বছর শেষের ছুটিতে রয়েছে। কয়েক মাস আগেই এই ছুটির বিষয়টি স্থির করা হয়েছিল। বনশালির ছবি মানেই বিশাল ক্যানভাস, তাই সামান্য বিরতিকেও অনেকে বিলম্ব বলে ভুল করছেন।”

বাকি রয়েছে গুরুত্বপূর্ণ অংশ। জানা গিয়েছে, ছবির অনেকটা কাজই বাকি। এটি একটি পিরিয়ড ড্রামা হওয়ায় ভিএফএক্স (VFX) এবং প্যাচওয়ার্কের জন্য অনেকটা সময় প্রয়োজন। এছাড়া কিছু বিশেষ দৃশ্য এবং গানের শ্যুটিংও বাকি রয়েছে। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল—তিন তারকাই এই প্রকল্পের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং তাঁদের মধ্যে কোনও বিরোধ নেই বলেও স্পষ্ট জানানো হয়েছে।

আগস্টেই কি মুক্তি?

নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মার্চের মধ্যে শুটিং শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন নির্মাতারা। আগে ছবিটি ২০২৬-এর ঈদে মুক্তির কথা থাকলেও, এখন তা পিছিয়ে আগস্ট মাসে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে।

এদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর এই বিলম্ব চিন্তায় ফেলেছে রণবীরের অন্য একটি মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এর নির্মাতাদের। কথা ছিল দুই ছবির মুক্তির মধ্যে অন্তত ছয় মাসের ব্যবধান থাকবে। কিন্তু ভানসালির ছবি আগস্ট বা সেপ্টেম্বরে পিছিয়ে যাওয়ায় সেই ব্যবধান কমে যাচ্ছে, কারণ ‘রামায়ণ’ মুক্তি পাওয়ার কথা ২০২৬-এর দীপাবলিতে। বলিউডের অন্দরের খবর, এই ক্রমাগত তারিখ পরিবর্তন ছবির বাজেটও অনেকটা বাড়িয়ে দিচ্ছে।