‘শাহরুখের সঙ্গে রোম্যান্স হয়নি’, আফসোস ঋতুপর্ণার
TV9 বাংলার এক সাক্ষাত্কারে ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন নায়কের সঙ্গে রোম্যান্স করতে পারেননি বলে তাঁর আফসোস রয়েছেন। একটু ভেবে ঋতুপর্ণা বলেন শাহরুখ খানের কথা। পাশ থেকে পরিচালক সুমন ঘোষ সইফ আলি খানের নাম করেন। তখন ঋতুপর্ণাও বলেন, সইফ আলি খানের সঙ্গে তাঁর রো

TV9 বাংলার এক সাক্ষাত্কারে ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন নায়কের সঙ্গে রোম্যান্স করতে পারেননি বলে তাঁর আফসোস রয়েছেন। একটু ভেবে ঋতুপর্ণা বলেন শাহরুখ খানের কথা। পাশ থেকে পরিচালক সুমন ঘোষ সইফ আলি খানের নাম করেন। তখন ঋতুপর্ণাও বলেন, সইফ আলি খানের সঙ্গে তাঁর রোম্যান্স করার আগ্রহ রয়েছে। এরপর ঋতুপর্ণা যোগ করেন, ”অভিষেক বচ্চনকে আমার দারুণ লাগে। মাধবনের কথাও বলব।” আর মাধবনের কাজের যে ঋতুপর্ণা অনুরাগী, সে কথা জানালেন নায়িকা স্বয়ং। এরপর নায়িকা বললেন, সুমন এমন একটা ছবির কথা ভাবছেন। তবে ঋতুপর্ণার সঙ্গে কোন নায়ককে নিয়ে পরিচালক সুমন ঘোষ আগামী দিনে ছবি তৈরির কথা ভাবছেন, সেটা আর ভেঙে বলেননি বাংলার নামী নায়িকা।
ঋতুপর্ণা আর শর্মিলা ঠাকুরকে নিয়ে সুমন তৈরি করেছেন ‘পুরাতন’। ছবিটা পয়লা বৈশাখে হিট। এই ছবি তৈরির সময়ে পরিচালকের সঙ্গে নায়িকার সখ্যও বেড়েছে। সুমন একটা ঘটনার কথা বললেন। এই ছবি করার সময়ে একটা বিষয় নিয়ে সুমন আর ঋতুপর্ণার দূরত্ব তৈরি হয়েছিল। সেই সময়ে একটা জায়গায় যাওয়ার জন্য ফ্লাইটে বসেছিলেন সুমন। ঋতুপর্ণা এগিয়ে গিয়ে সুমনের গালে একটা চুমু খান। তাতেই সব কিছু আগের মতো হয়ে গিয়েছিল। সুমনের কথায়, ঋতুপর্ণার মতো একজন সুপারস্টারের এরকম কিছু করার দরকার ছিল না। তবে প্রতিটা সম্পর্কই নায়িকার কাছে এত মূল্যবান যে তিনি, সেটাকে ঠিক করে রাখতে চান। এখন আগামী দিনে ঋতুপর্ণার পছন্দের নায়কদের সঙ্গে তাঁকে বড়পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে কিনা, সেই দিকে নজর রাখার অপেক্ষা।
