AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rukmini Maitra: ‘বাঁচলাম!’, হঠাৎ কেন এমন কথা বললেন রুক্মিণী মৈত্র? TV9 বাংলাকে যা বললেন…

Tollywood Actress Rukmini: প্রসঙ্গত, শুধু রুক্মিণী মৈত্র নন, তাঁর প্রিয় মানুষ দেবের প্রযোজনা সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেল 'হ্যাক' হওয়ার অভিযোগও ওঠে কয়েকদিন আগে।

Rukmini Maitra: 'বাঁচলাম!', হঠাৎ কেন এমন কথা বললেন রুক্মিণী মৈত্র? TV9 বাংলাকে যা বললেন...
বাঁচলাম! হঠাৎ কেন এমন বললেন অভিনেত্রী রুক্মিণী
| Edited By: | Updated on: May 24, 2023 | 6:00 PM
Share

দেবের পরে রুক্মিণী! সাইবার জালিয়াতির শিকার হয়েছিলেন তিনিও। অভিনেতা-সাংসদ দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল ‘হ্যাক’ এর পরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘হ্যাক’ এর অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এবার সেই বিপদ থেকেই রক্ষা পেলেন অভিনেত্রী। ফের স্বমহিমায় ফিরে এল তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ ।

সোমবার রাতে, দেবের কাছের মানুষ নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে জানান, ‘আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং সকলকে আমি এটা জানাবার জন্য এখানে লিখছি। আগামীতে কোনও তথ্য না জানানো পর্যন্ত যেন কেউ কোনওভাবে এই পেজে প্রতিক্রিয়া দেবেন না বা বার্তালাপ করবেন না। এই অ্যাকাউন্ট উদ্ধার করার জন্য আমার সোশ্যাল মিডিয়া এবং লিগাল টিম দুই তরফেই চেষ্টা চলছে।’ যদিও ওই ‘হ্যাক’ কাণ্ডের পরে, তড়িঘড়ি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন নায়িকা। বুধবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। নিজের অফিসিয়াল পেজেই জানান, ‘আই অ্যাম ব্যাক, পেজ উদ্ধার হয়েছে।’ এই বিষয়ে অভিনেত্রী TV9 বাংলা ডিজিটালকে বলেন, ”এখন স্বস্তি হচ্ছে! বাঁচলাম! অবশেষে আমার শুভাকাঙ্ক্ষী, ভক্তদের সঙ্গে পুনরায় যোগাযোগ করতে পারব। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। ভালই লাগছে।” মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের এই অবস্থা হওয়ার পর বেজায় চিন্তায় পড়েন অভিনেত্রী। কেন এমন হল, এই বিষয়ে শুরু হয় জল্পনা। এই সাইবার জালিয়াতির পেছনে কে বা কারা তা জানা গেছে কিনা সে প্রশ্নে অভিনেত্রী বলেন, ”সাইবার ক্রাইম বিভাগ এই বিষয়ে তদন্ত করছে। আশা করছি, তাড়াতাড়ি কিছু না কিছু পাওয়া যাবে।”

প্রসঙ্গত, শুধু রুক্মিণী মৈত্র নন, তাঁর প্রিয় মানুষ দেবের প্রযোজনা সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘হ্যাক’ হওয়ার অভিযোগও ওঠে কয়েকদিন আগে। আচমকা একাধিক অপ্রাসঙ্গিক ভিডিও আপলোড করা হয় ওই ইউটিউব চ্যানেলে। ওই ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। যদিও ওই চ্যানেলটি আদৌ হ্যাক করা হয়েছে কি না, নাকি নেপথ্যে অন্য কারণ! এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি দেব বা ওই চ্যানেলের দায়িত্বে থাকা কেউ। কিন্তু এবার বিপদে পড়েন অভিনেত্রী রুক্মিণী। আচমকা তাঁর অফিসিয়াল ফেসবুক প্রোফাইল ‘হ্যাক’ হয় বলে দাবি। অবশেষে, সেই সমস্যা কাটিয়ে ফের সোশ্যাল দুনিয়ায় ফিরলেন অভিনেত্রী।