অতীতের মোটা চেহারায় আতঙ্কিত শ্বেতা, বউয়ের অভিনয়ের প্রশংসায় রুবেল
শ্বেতার গত বছরের পোস্টে কী ছিল? সাত বছর আগে তিনি যে ধারাবাহিকে কাজ করেছেন, তার ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে শ্বেতাকে দেখে মনে হচ্ছে চেহারা তুলনায় ভারী। এই ভিডিয়ো দিয়ে শ্বেতা নিজেই লিখেছেন, ''সাত বছর আগে কত মোটা ছিলাম। এখন দেখলেই ভয় লাগে''। শ্বেতার এই পোস্ট থেকেই স্পষ্ট, ওজন বেড়ে যাওয়া নিয়ে বেশ আতঙ্কে থাকেন তিনি। তবে রুবেল উত্সাহ দিয়েছেন শ্বেতাকে। ভিডিয়োটি শেয়ার করে রুবেল লিখেছেন, ''আমার বউয়ের অভিনীত এক অসাধারণ অংশ''।

বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য। গত বছর তিনি একটা পোস্ট করেছিলেন। সেটা নতুন করে নজরে এসেছে শ্বেতার বর, অভিনেতা রুবেল দাসের নতুন ফেসবুক পোস্টের জন্য। শ্বেতার গত বছরের পোস্টে কী ছিল? সাত বছর আগে তিনি যে ধারাবাহিকে কাজ করেছেন, তার ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে শ্বেতাকে দেখে মনে হচ্ছে চেহারা তুলনায় ভারী। এই ভিডিয়ো দিয়ে শ্বেতা নিজেই লিখেছেন, ”সাত বছর আগে কত মোটা ছিলাম। এখন দেখলেই ভয় লাগে”। শ্বেতার এই পোস্ট থেকেই স্পষ্ট, ওজন বেড়ে যাওয়া নিয়ে বেশ আতঙ্কে থাকেন তিনি। তবে রুবেল উত্সাহ দিয়েছেন শ্বেতাকে। ভিডিয়োটি শেয়ার করে রুবেল লিখেছেন, ”আমার বউয়ের অভিনীত এক অসাধারণ অংশ”। প্রসঙ্গত রুবেল আর শ্বেতা দু’জনে একসঙ্গে সুপারহিট ধারাবাহিক উপহার দিয়েছেন দর্শকদের। প্রথম থেকে তাঁরা যে একে-অন্যের প্রেমে ছিলেন তা নয়। শ্বেতার অন্য প্রেম ছিল। তারপর একে অন্যের প্রেমে পড়েন। ধুমধাম করে বিয়ে করেছেন তাঁরা।
বিয়ের পর রুবেল ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে কাজ করছেন। সেখানে মোহনা মাইতির সঙ্গে জুটি বেঁধে দেখা যাচ্ছে অভিনেতাকে। শ্বেতাও মন দিয়েছেন ছোটপর্দার কাজে। রণজয় বিষ্ণুর সঙ্গে জুটি বেঁধে ধারাবাহিকে কাজ করছেন তিনি। তবে দেবের নায়িকা হিসাবে ‘প্রজাপতি’ ছবিতে কাজ করেছিলেন শ্বেতা। তারপর কেন বড়পর্দায় কাজ করলেন না অভিনেত্রী, তা নিয়ে অনেক অনুরাগী প্রশ্ন করেছেন। রুবেল আর শ্বেতা শুটিং ফ্লোর ছাড়া একটা নির্দিষ্ট বৃত্তে নিজেদের আবদ্ধ রাখেন। সেই কারণে তাঁদের বড়পর্দায় দেখা যাচ্ছে না বলে মনে করছেন অনুরাগীদের একাংশ।
