Rubel-Sweta: ভাঙা পা নিয়েই চলছে শরীরচর্চা, রুবেল সুস্থ হলেই প্রথমেই কী করবেন শ্বেতা?
Rubel-Sweta: এই মুহূর্তে ভরপুর প্রেমে রয়েছেন শ্বেতা ও রুবেল। কথায় বলে, 'বিপদে মানুষ চেনা যায়'। আর সত্যিই যেন তাই হচ্ছে। শ্বেতা আগেই জানিয়েছিলেন পাশে থাকবেন, আছেনও।
ভাঙা গোড়ালি থামিয়ে রাখতে পারেনি রুবেল দাসকে। পায়ে প্লাস্টার, বাড়ি থেকে বের হওয়াতেও জারি রয়েছে ডাক্তারি নিষেধাজ্ঞা। কিন্তু তাই বলে কি ‘ফিটনেস ফ্রিক’ রুবেল শরীরচর্চা করবেন না! তা কী করে হয়। পাশেই যখন প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য তখন বিকল্প পন্থাও বের করে নিলেন নায়ক। সবটাই ধরা পড়ল শ্বেতার কাছে। নায়িকা ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। যে ছবি শ্বেতা শেয়ার করেছেন, ভাগ্নেকে ডাম্বেলের মতো তুলে নিয়েই শরীরচর্চা করছেন রুবেল।
শ্বেতা লিখছেন, “বাড়ি বসে শুটিং চলছে, কিন্তু ব্যায়াম তো আর বাড়ি বসে হচ্ছে না। কিন্তু একেবারের শরীর চর্চা ছেড়ে দিলেও তো মুশকিল। তাই একটা উপায় বের করা হল। ডাম্বেলের জায়গায় ব্যবহার করা হল ভাগ্নেকে। ব্যস শরীর চর্চা শেষ, মনটাও ফুরফুরে।” পাল্টা উত্তর দিয়েছেন রুবেলও। এই কঠিন সময়ে যেভাবে সব সময় পাশে পাচ্ছেন শ্বেতাকে, তাতে তিনি অভিভূত। শ্বেতার কাছেই যে মেলে সেই মানসিক শান্তি, তাঁর কথাতেই যে খুঁজে পান যে কোন ব্যায়ামের থেকেও বেশি মনের জোর। শ্বেতাও তাঁর আরোগ্য কামনা করে লিখেছনে, “সুস্থ হয়ে ওঠো। একসঙ্গে রিলস বানাবো তারপর”।
এই মুহূর্তে ভরপুর প্রেমে রয়েছেন শ্বেতা ও রুবেল। কথায় বলে, ‘বিপদে মানুষ চেনা যায়’। আর সত্যিই যেন তাই হচ্ছে। শ্বেতা আগেই জানিয়েছিলেন পাশে থাকবেন, আছেনও। এই মুহূর্তে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে রুবেলকে। ওই ধারাবাহিকের এক ফাইট সিক্যোয়েন্স করতে গিয়েই জখম হন তিনি। মাঝে রটেছিল, যেহেতু রুবেলকে এখন প্রায় এক মাস বাড়িতে থাকতে হবে, সে কারণে, ধারাবাহিক থেকে বাদ পড়তে পারেন তিনি। রুবেল সে সময় টিভিনাইন বাংলাকে জানিয়েছিলেন, বাড়ি থেকে শুটিং করছেন আপাতত। ধারাবাহিকের প্রয়োজনে যা ঠিক মনে হবে নির্মাতাদের সেই সিদ্ধান্তকেই মেনে নেবেন তিনি। আপাতত পাক্কা পেশাদারের মতোই অসুস্থতা নিয়েই তিনি চালিয়ে যাচ্ছেন কাজ।
View this post on Instagram