হামলার ৫ দিন পর হাসপাতাল থেকে আজই বাড়ি ফিরছেন সইফ
Saif Ali Health: মধ্যরাতেই তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি সইফ। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, চুরি করতে এসে সইফের উপরে হামলা হয়েছে। টানা আড়াই ঘণ্টা ধরে চলে তাঁর অস্ত্রোপচার। রাখা হয় ICU-তে।
বুধবার রাতে মুম্বইয়ের ফ্ল্যাটে হামলা হয় বলিউড অভিনেতা সইফ আলি খানের উপরে। ৬ বার ছুরি দিয়ে কোপানো হয় তাঁকে। মধ্যরাতেই তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি সইফ। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, চুরি করতে এসে সইফের উপরে হামলা হয়েছে। টানা আড়াই ঘণ্টা ধরে চলে তাঁর অস্ত্রোপচার। রাখা হয় ICU-তে। পুলিশ জানিয়েছে, রাত আড়াইটে নাগাদ সইফ আলি খানের উপরে হামলা হয়। তিনটের সময় পুলিশে খবর দেওয়া হয়। তিন ইঞ্চির একটি ধারাল অস্ত্র বের করা হয় অভিনেতার শরীর থেকে।
খবর পাওয়া মাত্রই অনেকেই ছুটেছিলেন হাসপাতালে তাঁকে দেখতে। দ্রুত আরোগ্য কামনা করেছিলেন অনেকেই। ডাক্তার আগেই জানিয়েছিলেন, দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। সুস্থ হয়ে উঠছেন সইফ। অবশেষে মঙ্গলবার বাড়ি ফেরার পালা। এদিন সইফকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে বলে ANI সূত্রে খবর।
প্রসঙ্গত, সইফের ওপর হামলার পর করিনা কাপুর খান সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করেছিলেন। লেখেন, “আমাদের পরিবারের জন্য এটা একটা ভয়ঙ্কর দিন। এখনও পুরো বিষয়টা আমাদের বোধগম্যই হচ্ছে না। এমনটা ঘটেছে তা মেনে নিতে সময় লাগছে। আমি পাপারাজ্জি এবং সকল সংবাদমাধ্যমকে অনুরোধ জানাব নানা অনুমান করা যেন বন্ধ করে।” সেই সঙ্গে করিনা সবাইকে ধন্যবাদও জানিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে সারাক্ষণ তাঁদের পাশে থাকার জন্য। সেই সঙ্গে নায়িকা লেখেন, “এ যেন আমাদের খ্যাতির বিড়ম্বনা। আমাদের ভালবাসার জন্য ধন্যবাদ। কিন্তু সারাক্ষণ আমাদের ছবি তোলা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তার ভিডিয়ো পোস্ট করা তা আমাদের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।”