সেলেব কিড হিসেবে তো বটেই। নিজের অভিনয় দক্ষতার জন্যও বলিউডে প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন সারা আলি খান (Sara Ali Khan)। তাঁর পরিবারে প্রায় সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত। ফলে সারার রক্তেও অভিনয়। তিনি কেমন কাজ করছেন, সেই ফিডব্যাক তো ইন্ডাস্ট্রি থেকে যায় বটেই। দর্শকও তাঁদের ভাললাগা, মন্দলাগা জানাতে থাকেন। কিন্তু পরিবারের অভ্যন্তর থেকে প্রশংসা বা সমালোচনা যাই আসুক না কেন, তা নিয়ে বেশ চিন্তিত থাকেন সারা। বিশেষত তাঁর পারফরম্যান্স দেখে বাবা অর্থাৎ সইফ আলি খান (Saif Ali Khan) কী বলবেন, তা নিয়ে বেশ টেনশনে থাকেন তিনি।
সদ্য মুক্তি পেয়েছে ‘কুলি নম্বর ওয়ান’-এর ট্রেলার। ডেভিড ধাওয়ান পরিচালিত আসন্ন এই ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। ট্রেলার দেখার পর বাবা কী বলবেন, এ নিয়ে বেশ টেনশনে ছিলেন সারা। অবশেষে সার্টিফিকেট দিলেন সইফ। সে সার্টিফিকেট এল প্রকাশ্যেই। সম্প্রতি সাংবাদিদের সইফ বলেন, “সারা আমাকে কয়েকটা গান দেখিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে, ও মজা করে কাজ করেছে। সারাকে অনস্ক্রিনে দেখে মজা লাগছে। ও তো ছোট্ট মেয়ে। অন্তত আমার কাছে তো ছোট বটেই। তবে এখন অনেকটা বড় হয়ে গিয়েছে।”
আরও পড়ুন, হৃতিকের পাশে বসে রয়েছেন এক স্টার কিড, চিনতে পারছেন?
‘কুলি নম্বর ওয়ান’ ছবিতে অভিনয় করতে রাজি হওয়ার কারণ হিসেবে সারা জানিয়েছিলেন, প্রথম কারণ পরিচালক স্বয়ং। ডেভিডের সঙ্গে বহুদিন ধরে কাজ করার ইচ্ছে ছিল তাঁর। আর তাছাড়াও গল্প যেভাবে ভেবেছেন ডেভিড, যেভাবে চিত্রনাট্য সাজিয়েছেন, সেখানে পারফর্ম করার সুযোগ রয়েছে বলে মনে হয়েছিল সারার। সে কারণেই এই ছবির অংশ হতে চেয়েছিলেন তিনি। করোনা পরিস্থিতি না এলে হয়তো আরও আগেই মুক্তি পেত এই ছবি। এবার সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন, ‘আমি রূপান্তরকামী’, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা হলিউড তারকার