চলতি বছরের ক্রিসমাস করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) কাছে স্পেশ্যাল। আর কয়েকদিনের মধ্যেই আসছে দ্বিতীয় সন্তান। পরিবারের সদস্যদের নিয়ে স্পেশ্যাল ডিনারে প্রি-ক্রিসমাস সেলিব্রেট করেছেন গতকাল রাতেই। আর সেখানেই তৈমুরকে পাওয়া গেল এক্কেবারে অন্য মেজাজে।
করিনা বহুবার সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ফুডি। অর্থাৎ খেতে ভালবাসেন। সব রকম খাবারই তাঁর পছন্দ। কিন্তু পেশার প্রয়োজনে নিজেকে টোনড রাখতে হয়। তাই নির্দিষ্ট কিছু ডায়েট প্ল্যান ফলো করেন। তবে এখন প্রেগন্যান্সি পিরিয়ডে পছন্দের সব রকম খাবারই খাচ্ছেন তিনি। গতকালের পার্টিতে দেখা গেল তৈমুরও মায়ের মতো ফুডি।
গতকালের পার্টিতে সইফ (Saif Ali Khan)-করিনা দু’জনেই কালো রঙে সেজেছিলেন। অফ শোল্ডার গাউন পরেছিলেন নায়িকা। মাথায় ছিল ক্রিসমাস স্পেশ্যাল টুপি। গলার হারও নজর কেড়েছে অনুরাগীদের। করিনা যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দম্পতি ক্যামেরার দিকে লুক দিয়েছেন। কিন্তু তৈমুরের নজর রয়েছে খাবারে। ক্যাপশনে করিনা লিখেছেন, ‘কেউ টার্কি ভালবাসে। মেরি ক্রিসমাস।’
আরও পড়ুন, “যাঁরা ট্রোল করেন, তাঁরা সিরিয়াল দেখেন না, সিরিয়ালটা সকলের জন্য নয়”
তৈমুরের জন্মের পর দ্রুত শুটিং ফ্লোরে ফিরেছিলেন করিনা। দ্বিতীয়বার সন্তান সম্ভবা হওয়ার পরেও তিনি চুটিয়ে কাজ করছেন। কিছু শুটিং সেরে নিচ্ছেন বাড়ি থেকেই। এবারও সব ঠিক থাকলে দ্রুত কাজে ফিরতে চান নায়িকা।
আরও পড়ুন, প্রেমের সম্পর্কে রয়েছেন শোভন-স্বস্তিকা?