AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সংঘর্ষ বিরতিতে স্বস্তি! নাকি পাকিস্তানের প্রতারণা? বিতর্কের মুখে পোস্ট মুছলেন সলমন

এবারে অপারেশন সিঁদুর নিয়ে তাঁর নীরবতা ও সংঘর্ষবিরতির স্বস্তির টুইট অনেকের চোখে স্ব-বিরোধী বলে মনে করছে নেটপাড়ার একাংশ। ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে বিতর্ক চরম পর্যায় পৌঁছায়।

সংঘর্ষ বিরতিতে স্বস্তি! নাকি পাকিস্তানের প্রতারণা? বিতর্কের মুখে পোস্ট মুছলেন সলমন
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2025 | 3:23 PM

ভারত-পাকিস্তানের মধ্যে সাময়িক সংঘর্ষবিরতির ঘোষণা ঘিরে শনিবার বিকেল থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। মিশ্র প্রতিক্রিয়ায় ভরছে নেটপাড়ায়। সেই প্রসঙ্গে মুখ খুলতেই এবার বিপাকে ভাইজান। বলিউড সুপারস্টার সলমন খান একটি পোস্ট করে বসেন। শনিবার রাতে তিনি এক্স (টুইটার)-এ লেখেন, “Thank God for the ceasefire….” (ঈশ্বরকে ধন্যবাদ, অবশেষে সংঘর্ষবিরতি)। তারপরই শুরু হয় চরম বিতর্ক। তবে কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টটি ডিলিট করে দেন সলমন।

সলমনের এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। ‘কেন তিনি ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কোনও মন্তব্য করেননি!’ অনেকে সরাসরি লেখেন, “অপারেশন সিঁদুর নিয়ে আপনার কোনও প্রতিক্রিয়া নেই কেন?” কেউ বলেন, “আপনি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের বিষয়ে কিছু বললেন না, অথচ সংঘর্ষবিরতিতে কৃতজ্ঞতা প্রকাশ করলেন!” এর কিছুক্ষণের মধ্যেই সলমন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টটি মুছে ফেলেন। তাঁর পোস্ট ডিলিট করা নিয়ে এক অনুরাগী সলমনের অনুরাগী লেখেন, “সলমন খানের টুইটের কিছুক্ষণ পরেই পাকিস্তান সংঘর্ষবিরতি ভেঙে দেয়। তাই তিনি তাঁর টুইট ডিলিট করে দেন। এতে ওঁর কী দোষ?”

প্রসঙ্গত, এটি প্রথম নয়, যখন সলমন খান জাতীয় ইস্যুতে আগেও মুখ খুলেছেন। সম্প্রতি পাহালগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি টুইট করেছিলেন, “কাশ্মীর — পৃথিবীর স্বর্গ, এখন যেন নরক হয়ে উঠছে। নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে। আমার হৃদয় কেঁদে ওঠে তাঁদের পরিবারের জন্য। একজন নিরীহকে হত্যা মানেই গোটা বিশ্বকে হত্যা করার সমান।”

তবে এবারে অপারেশন সিঁদুর নিয়ে তাঁর নীরবতা ও সংঘর্ষবিরতির স্বস্তির টুইট অনেকের চোখে স্ব-বিরোধী বলে মনে করছে নেটপাড়ার একাংশ। ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে বিতর্ক চরম পর্যায় পৌঁছায়।