AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এ-বছর জন্মদিন ‘সেলিব্রেট’ করবেন না সলমন খান!

২৭ ডিসেম্বর সলমন খানের জন্মদিন। স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিন্তু এ-বছর জন্মদিনের দিন কোনও সেলিব্রেশন করবেন না সল্লু ভাই, এমনকী নিউ ইয়ার সেলিব্রেশনও হবে না ফার্ম হাউসে।

এ-বছর জন্মদিন ‘সেলিব্রেট’ করবেন না সলমন খান!
সলমন খান
| Updated on: Dec 21, 2020 | 6:55 PM
Share

২৭ ডিসেম্বর সলমন খানের (Salman Khan) জন্মদিন। স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এবছর কীভাবে জন্মদিন ‘সেলিব্রেট’ করবেন ভাইজান? হাতে মাত্র আর কয়েক দিন! চলছে না না রকম জল্পনাকল্পনা। কিন্তু সলমন খানের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, বছর জন্মদিনের দিন কোনও সেলিব্রেশন করবেন না সল্লু ভাই।

প্রতি বছর ফার্ম হাউসে বন্ধুবান্ধব এবং পরিবার নিয়ে জন্মদিনটা কাটান সলমন খান। রাতভর পার্টি করে জন্মদিন সেলিব্রেট করেন ভাইজান।কিন্তু এই প্রথম জন্মদিনের দিন কোনও সেলিব্রেশন হবে না সলমন খানের ফার্ম হাউসে। শুধু জন্মদিন নয়, বছর নিউ ইয়ার সেলিব্রেশনও হবে না ফার্ম হাউসে। যদিও কানাঘুষো শোনা যাচ্ছিল, ছোট করে সেলিব্রেশন হবে ফার্ম হাউসে। কিন্তু সেই আশায় জল ঢেলেছে ভাইজানের ঘনিষ্ঠ বন্ধু।

আরও পড়ুন :‘হাল্ক’ বেলুন, চকোলেট কেক, তৈমুরের জন্মদিনে বিরাট সেলিব্রেশন, দেখুন ফোটো অ্যালবাম

সলমন খান এই মুহূর্তে ওঁর ভগ্নিপতি আয়ুষ শর্মার সঙ্গে ‘অন্তিম’এর শুটিং নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে জন্মদিনটা শুটিং করেই নাকি এবছর কাটিয়ে দেবেন সল্লু ভাই! এমন অনাড়ম্বর, ফ্যাকাশে জন্মদিন সলমন খান কোনও দিন কাটাননি। অতিমারির কারণেই এই সতর্কতা।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, আগের মাসেই জন্মদিন ছিল শাহরুখ খানের। তিনিও ফ্যানদের ওঁর বাড়ির সামনে ভিড় না জমাতে অনুরোধ করেছিলেন। প্রত্যেকবারের মত নিজেও ফ্যানদের সঙ্গে দেখা করতে ব্যালকনিতে এসে দাঁড়াননি কিং খান। বোঝাই যাচ্ছে, সলমন খানও সেই পথেই হাঁটছেন।