সলমনের ছেলেকে কী বলতে চান শাহরুখ? ভবিষ্যতের প্ল্যানিং ফাঁস কিং খানের
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে শাহরুখপুত্র আরিয়ান খানের সিরিজ ব্যাডস অফ বলিউড। এই সিরিজে কেমিও চরিত্রে দেখা গিয়েছিল সলমন খানকেও। দুবাইয়ের মঞ্চে আরিয়ান খানের প্রশংসা করে সলমন বলেন, আরিয়ান সিরিজটা খুব ভাল বানিয়েছে।

একফ্রেমে সলমন, শাহরুখ, আমির! নাহ কোনও সিনেমার গল্প নয়, বরং দুবাইয়ের এক অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে দেখা গেল বলিউডের এই তিন খানকে। আর সেই মঞ্চেই ফস করে শাহরুখ যা বলে ফেললেন, তা এখন বলি হাওয়ায় উড়ছে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে শাহরুখপুত্র আরিয়ান খানের সিরিজ ব্যাডস অফ বলিউড। এই সিরিজে কেমিও চরিত্রে দেখা গিয়েছিল সলমন খানকেও। দুবাইয়ের মঞ্চে আরিয়ান খানের প্রশংসা করে সলমন বলেন, আরিয়ান সিরিজটা খুব ভাল বানিয়েছে। সিরিজ দেখে বোঝাই যাচ্ছে, সঠিক পথে বড় হচ্ছে আরিয়ান। তবে আমি আরিয়ানকে ক্যামেরার সামনে দেখতে চাই।
সলমনের এই কথা শেষ না হতেই, শাহরুখ বলে উঠলেন, আর যদি সলমনের কোনও ছেলে থাকত, তাহলে তাঁকে বলতাম, তুমি সলমন কেন, এই মানব সভ্যতার সবচেয়ে বড় স্টার হয়ে ওঠ। তবে আপাতত, এটা কাউকে বলতে পারছি না। কীভাবে শীগ্রই এটা বলতে পারব, সেই চেষ্টাতেই আছি আমরা। দেখা যাক কী হয়!
একসময় সলমন ও শাহরুখের মধ্য়ে শত্রুতা দেখেছিল বলিউড। মূলত, ঐশ্বর্যর সঙ্গে শাহরুখের বন্ধুত্ব নিয়েই সমস্য়া তৈরি হয়েছিল সলমনের। আর তা থেকেই অশান্তির শুরু। তবে বেশ কয়েকবছর আগে সেই শত্রুতায় ইতি পড়ে আর ফের পর্দার করণ অর্জুন ফের বন্ধু হয়ে যায়। এখন তো দুজন, দুজনের ছবিতে অভিনয়ও করেন, প্রচারও করেন। তাঁদের এই বন্ধুত্বের ঝলকই দেখা গেল দুবাইয়ের মঞ্চে।
