‘সন্দীপ অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন’: প্রয়াত অভিনেতার প্রসঙ্গে বললেন ‘খানদানি শাফাখানা’-র পরিচালক শিল্পী

শিল্পীর উত্তর, “কাস্টিং ডিরেক্টরের এবং অডিশনের মাধ্যমে অভিনেতারা ছবিতে সুযোগ পান।” তিনি আরও বলেন, "সন্দীপ সজ্জন ব্যক্তি ছিলেন। সাহায্যের জন্য অত্যন্ত আগ্রহী একজন মানুষ। প্রতিভাবান এবং একনিষ্ঠ অভিনেতা ছিলেন।”

'সন্দীপ অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন': প্রয়াত অভিনেতার প্রসঙ্গে বললেন ‘খানদানি শাফাখানা’-র পরিচালক শিল্পী
সন্দীপ নাহার।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2021 | 1:57 PM

সুশান্ত সিং রাজপুতের ফিল্মেও ছিলেন অভিনেতা সন্দীপ নাহার। অক্ষয় কুমারের সঙ্গে ‘কেসরী’, সোনাক্ষী সিনহার সঙ্গে ‘খানদানি শাফাখানা’-তেও অভিনয় করছিলেন তিনি। কিন্তু গতকালের পর তিনি নেই।

 

আরও পড়ুন টুইটারে নিজেই নিজের পিঠ চাপড়ালেন কঙ্গনা

 

 

গতকাল, অর্থাৎ সোমবার মুম্বইয়ের গোরেগাঁওতে মৃত্যু হয়েছে অভিনতা সন্দীর নাহরের। মুম্বইয়ের বাড়ি থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার হয়েছে। কী ভাবে সন্দীপের মৃত্যু হয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানাননি পুলিশের তদন্তকারী আধিকারিকরা। তবে এটি আত্মহত্যার ঘটনা কিনা, তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

 

 

মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সন্দীপ। সেই ভিডিওতে ছিল অভিনেতার স্ত্রীয়ের প্রতি অভিযোগের সুর। বারবার তিনি বলেন স্ত্রী তাঁকে মানসিক চাপ দিচ্ছেন। তাঁকে সন্দেহ করছেন। দেড়-দুবছর ধরে তিনি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সন্দীপ এও বলেন রোজকার ঝগড়া নিয়ে তিনি আর পেরে উঠছিলেন না। ভিডিওতে সন্দীপ এক ‘ভুল’ পদক্ষেপের কথাও উল্লেখ করেন। তবে যে সেটা শেষ অবধি মৃত্যু তা কেউ বোধ হয় আঁচ করতে পারেনি।

‘খানদানি শাফাখানা’-র পরিচালক শিল্পী দাশগুপ্ত আকস্মিক ঘটনাটি জানার পর বলেন, “আমি সত্যিই অবাক হয়েছি!” শিল্পী আরও বলেন, “সন্দীপ ফেসবুকে ভীষণ সক্রিয় ছিলেন। যখনই কোনও ভাল চরিত্র বা অনুষ্ঠানের কথা আমাকে জানাতেন। শুভেচ্ছা জানানোর সুযোগ পেলেই সন্দীপ তা করতেন।”

 

 

সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল কী দেখে কাস্ট করলেন সন্দীপকে?
শিল্পীর উত্তর, “কাস্টিং ডিরেক্টরের এবং অডিশনের মাধ্যমে অভিনেতারা ছবিতে সুযোগ পান।” তিনি আরও বলেন, “সন্দীপ সজ্জন ব্যক্তি ছিলেন। সাহায্যের জন্য অত্যন্ত আগ্রহী একজন মানুষ। প্রতিভাবান এবং একনিষ্ঠ অভিনেতা ছিলেন।”