‘সাইকোলজিস্টের কাছে যাব? পাগল নাকি’, ভাবনা থেকে বের হন, মত সন্দীপ্তার
তিনি বলছেন, ''আমি বারংবারই বলি, দয়া করে শরীরের প্রতি যেমন যত্ন নেওয়ার কথা ভাবেন, তেমনই মানসিক স্বাস্থ্য সম্পর্কে যত্নবান হন। একটু দায়িত্বশীল হওয়া দরকার। একটু বুঝুন কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। মেন্টাল হেলথকে কমেডি হিসাবে নেবেন না। আমার দেখা এমন প্রচুর মানুষ আছেন, যাঁরা মনে করেন, সাইকোলজিস্টের কাছে যাব? পাগল নাকি!- এই ভাবনা থেকে না বের হলে, মানুষের মাথায় যে পোকাগুলো আছে সেগুলো মরবে না। একটু সতর্ক হন।''

মানসিক অবসাদ যেন বাড়ছে। কখনও চাকরিহারাদের মানসিক অবসাদ। কখনও প্রেম ভেঙে যাওয়ার কারণে মানসিক অবসাদে ভুগছেন কেউ-কেউ। সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেও দেখা যাচ্ছে, মানসিক অবসাদ ঘিরে একাধিক পোস্ট। অনেকেই স্বীকার করছেন, মানসিক অবসাদ গ্রাস করার কারণে, ভালো থাকতে পারছেন না। এবার অভিনেত্রী সন্দীপ্তা সেন ভালো থাকার পাসওয়ার্ড দিলেন। সন্দীপ্তা সাইকোলজিস্ট, সেটা অনেকেরই জানা। তিনি বলছেন, ”আমি বারংবারই বলি, দয়া করে শরীরের প্রতি যেমন যত্ন নেওয়ার কথা ভাবেন, তেমনই মানসিক স্বাস্থ্য সম্পর্কে যত্নবান হন। একটু দায়িত্বশীল হওয়া দরকার। একটু বুঝুন কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। মেন্টাল হেলথকে কমেডি হিসাবে নেবেন না। আমার দেখা এমন প্রচুর মানুষ আছেন, যাঁরা মনে করেন, সাইকোলজিস্টের কাছে যাব? পাগল নাকি!- এই ভাবনা থেকে না বের হলে, মানুষের মাথায় যে পোকাগুলো আছে সেগুলো মরবে না। একটু সতর্ক হন।”
সন্দীপ্তার এই কথাগুলো যে মানসিক অবসাদ সামলানোর পথে অনেককে সাহায্য করতে পারে, তা বোঝা যায়। কাজের ক্ষেত্রে এই মুহূর্তে বেশ ব্যস্ত অভিনেত্রী। ‘কিলবিল সোসাইটি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। নির্ঝর মিত্রর পরিচালনায় ‘বীরাঙ্গনা’-র শুটিং করছেন। সামনে ‘আপিস’ ছবিটা মুক্তি পাবে। সেই ছবিতে সন্দীপ্তার সঙ্গে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ সন্দীপ্তা। তিনি কবে বাংলা ধারাবাহিকে ফিরবেন, সেই ব্যাপারেও দর্শকের আগ্রহ রয়েছে। লক্ষণীয় বাংলা ধারাবাহিক থেকে বেশ খানিকটা বিরতি নিয়েছেন এই অভিনেত্রী। তবে ছোটপর্দায় আর ফিরবেন না, এমন কথাও বলেননি।





