আগে থেকেই কি মৃত্যুর আঁচ পেয়েছিলেন করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়? হাসপাতালে যাওয়ার আগে যা বলেছিলেন তা হতবাক করার মতো
তথ্য বলছে গলায় মৌমাছি ঢুকে বিষক্রিয়া হওয়ায় হৃদরোগে আক্রান্ত হন বলিউড অভিনেত্রী করিশ্মার কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। লন্ডনের এক নার্সিংহোমেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বৃহস্পতিবার পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। লন্ডনে ময়নাতদন্তের পর মুম্বইতে নিয়ে আসা হবে করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মরদেহ। এই সময়ই ফাঁস হল মৃত্যর আগে ঠিক কী বলেছিলেন সঞ্জয়।
তথ্য বলছে গলায় মৌমাছি ঢুকে বিষক্রিয়া হওয়ায় হৃদরোগে আক্রান্ত হন বলিউড অভিনেত্রী করিশ্মার কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। লন্ডনের এক নার্সিংহোমেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সঞ্জয়ের এক বন্ধু পোলো খেলার সময় হাজির ছিলেন মাঠে। সেই বন্ধুই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘোড়া থেকে নেমেই সঞ্জয় গলায় হাত দিয়ে বলতে শুরু করেন, আমার মুখে একটা মৌমাছি চলে গিয়েছে, কিছু একটা করো…! এরপরে হাসপাতালে যাওয়া পর্যন্ত একেবারেই কথা বন্ধ হয়ে গিয়েছিল সঞ্জয়ের।
অন্যদিকে প্রকাশ্যে আসে সঞ্জয়ের একটি এক্স প্রোফাইলের পোস্ট। যা সঞ্জয় করেছিলেন মৃত্যুর ঠিক দুদিন আগেই। যেখানে সঞ্জয় লিখেছিলেন জীবন খুব অনিশ্চিত। সঞ্জয়ের মৃত্যুর পর নেটিজেনরা এই পোস্টকে দেখে মনে করছেন, হয়তো আগে থেকেই মৃত্যু দেখতে পেয়েছিলেন সঞ্জয়।





