AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সারা নাকি জাহ্নবী, এই বিশেষ কাজের জন্য কাকে বেশি নম্বর দেবেন?

সারা-জাহ্নবীর এই ভিডিয়ো দেখার পর বলি পাড়ার অনেকের মন্তব্য, বন্ধুত্বের এ এক অন্য নজির। যেখানে পিছিয়ে পড়লে একে অপরকে সাহায্য করার মানসিকতা রয়েছে।

সারা নাকি জাহ্নবী, এই বিশেষ কাজের জন্য কাকে বেশি নম্বর দেবেন?
সারা আলি খান এবং জাহ্নবী কাপুর।
| Updated on: Apr 20, 2021 | 6:55 PM
Share

নায়িকারা নাকি বন্ধু হতে পারেন না? এমন একটা প্রচলিত ধারণা রয়েছে ইন্ডাস্ট্রিতে। সব সময়ই একে অপরকে নাকি প্রতিযোগিতার মাপকাঠিতে মাপেন নায়িকারা? তাঁদের মধ্যে বন্ধুত্ব হওয়া আবার সম্ভব নাকি?

হ্যাঁ, অবশ্যই সম্ভব। অনেকেই এই ধারণা ভেঙেছেন। এ বার সেই তালিকায় যোগ হল সারা আলি খান (Sara Ali Khan) এবং জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) নাম।

পেশার তাগিদেই ফিট থাকাটা সারা এবং জাহ্নবীর কর্তব্য। সুস্থ থাকার তাগিদেও শরীরচর্চা তাঁদের দৈনন্দিন রুটিনের অঙ্গ। কিন্তু একসঙ্গে শরীরচর্চা? হ্যাঁ, সেটাই এ বার করে ফেললেন এই দুই নায়িকা। সেলেব ফিটনেস ট্রেনার নম্রতা পুরোহিতের কাছে শরীরচর্চার তালিম নেন তাঁরা। এ বার একসঙ্গে শরীরচর্চা করে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁরা।

সারা-জাহ্নবীর এই ভিডিয়ো দেখার পর বলি পাড়ার অনেকের মন্তব্য, বন্ধুত্বের এ এক অন্য নজির। যেখানে পিছিয়ে পড়লে একে অপরকে সাহায্য করার মানসিকতা রয়েছে। আবার বন্ধুর উন্নতিতে আনন্দ রয়েছে। দু’জনেই স্টার কিড। দুজনেই বংশানুক্রমিক অভিনয়ের ধারায় বড় হয়েছেন। গত কয়েক বছরেই অভিনয় দক্ষতায় নিজের নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন এই দুই নায়িকা। এখনও পর্যন্ত একসঙ্গে কোনও ছবিতে তাঁদের দেখা যায়নি। আদৌ তাঁদের একসঙ্গে নিয়ে কোনও ছবি হবে কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে সিনে মহলে। আপাতত শরীরচর্চার স্কোরবোর্ডে কোন নায়িকাকে আপনি বেশি নম্বর দিতে চান?

আরও পড়ুন, বাবা-মায়ের বিবাহবার্ষিকী, কীভাবে শুভেচ্ছা জানালেন নীল তৃণা?