গাছ বেয়ে সলমন খানের অন্দরমহেল প্রবেশের চেষ্টা, প্রশ্নের মুখে ভাইজানের নিরাপত্তা

Salman Khan: সেই সময় অর্পিতা ফার্ম হাউসেই বেশিরভাগ সময় কাটাতেন ভাইজান। তবে সময়ের সঙঅগে সঙ্গে সলমনের সেই কড়া নিরাপত্তা পোক্ত করা হলেও ভাইজানকে আর আটকে থাকতে হয়নি। এসেছেন কলকাতায়, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

গাছ বেয়ে সলমন খানের অন্দরমহেল প্রবেশের চেষ্টা, প্রশ্নের মুখে ভাইজানের নিরাপত্তা
Follow Us:
| Updated on: Jan 08, 2024 | 6:22 PM

গত এক বছরে সলমন খানের নিরাপত্তা নিয়ে একাধিক খবর প্রকাশ্যে উঠে এসেছে। কখনও তাঁকে মেইল করে প্রাণে মারার হুমকি, কখনও আবার ফোনে ধমক। সলমন খানের বাড়ি গ্যালাক্সির সামনে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই-র হুমকিতে বাড়ানো হয়েছিল সলমন খানের নিরাপত্তা। একটা সময় বেশ কয়েকমাস বাইরে কোনও অনুষ্ঠানে যোগ দিচ্ছিলেন না তিনি। শুটিং-ও রেখেছিলেন বন্ধ। সেই সময় অর্পিতা ফার্ম হাউসেই বেশিরভাগ সময় কাটাতেন ভাইজান। তবে সময়ের সঙঅগে সঙ্গে সলমনের সেই কড়া নিরাপত্তা পোক্ত করা হলেও ভাইজানকে আর আটকে থাকতে হয়নি। এসেছেন কলকাতায়, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

রমরমিয়ে মুক্তি পেয়েছে তাঁর ছবিও। তবে নতুন বছর পড়তেই আবারও চিন্তার ভাঁজ পুলিশের কপালে। সলমন খানের প্যাভিলন ফার্ম হাউসে দুই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে প্রবেশ করার চেষ্টা করতে দেখা যায়। প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছিলেন সলমন খানের সঙ্গে তাঁরা কেবল দেখা করতে এসেছেন। ভিন্ন রাজ্য থেকে আসা এই দুই ব্যক্তিকে পুলিশ দ্রুত আটক করে। সলমন খানের নিরাপত্তার জন্যই চালানো হয় জিজ্ঞাসাবাদ।

ফার্ম হাউসের বাউন্ডারিতে থাকা গাছ বেয়ে তারা ওঠার চেষ্টা করেছিলেন। এরপরই স্থানীয় পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ৪ জানুয়ারি এই ঘটনা ঘটে। এরপর পুলিশ দ্রুত তদন্তে নেমে পড়েন। অবশেষএ হাতে আসে এই দুই অজ্ঞাত পরিচয়ের যুবক। তাদের থেকে যখন পরিচয় পত্র চাওয়া হয়, তখন তারা যা জমা গিয়েছিলেন, সেটা ভুয়ো বলেও জানায় পুলিশ। ২০২৩ সালে সলমন খানের নিরাপত্তার কথা ভেবে Y ক্যাটাগরির সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছিল। গায়ক সিদ্ধু মুস ওয়ালার হত্যার দায় গ্রহণ করা গ্যাং-এর নজরে সলমন খান। ফলে তাঁর নিরাপত্তা নিয়ে গত এক বছর ধরেই তৎপর পুলিশ থেকে প্রশাসন।