অরিজিতের জন্য এই ছবির থেকে বাদ পড়ে শানের গান! মুখ খুললেন গায়ক
Arijit Singh: গত বছর ডিসেম্বরের ২১ তারিখ মুক্তি পায় ডানকি। ছবিতে শাহরুখ খান ছাড়াও ছিলেন তাপসী পান্নু, ভিকি কৌশল। পরিচালক রাজকুমার হিরানী।
একজন বাঙালি, অন্যজন বাঙালি না হয়েও মনে প্রাণে বাঙালি। কথা হচ্ছে শান ও অরিজিৎ সিংয়ের। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন শান। জানিয়েছেন, গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ডানকি’ র একটি গান গাওয়ার পরেও কীভাবে বাদ দেওয়া হয় তাঁকে। অরিজিতের এক গানের জন্য বাদ পড়েছিল তাঁর গান, জানিয়েছেন শান।
সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শাহরুখ খানের ছবিতে গান গাইব ভেবে মারাত্মক আনন্দ হয়েছিল আমার। কিন্তু কিছু কারণের জন্য সেই গানকে বাদ দেওয়া হয়। ‘ও মাহি’ গানটা সেই জায়গায় রাখা হয় যেখানে আমার গানের কথা ভাবা হয়েছিল।” ও মাহি গানটি ‘ডানকি’ র জন্য গেয়েছেন অরিজিৎ সিং– সে কথা সকলেরই জানা। গানটি জনপ্রিয়ও হয়। শুধু তাই নয়, ওই ছবির আরও এক গান ‘লুট পুট গয়া’ গেয়েছেন অরিজিৎ– ওই গানটাও বেশ জনপ্রিয় হয়।
গত বছর ডিসেম্বরের ২১ তারিখ মুক্তি পায় ডানকি। ছবিতে শাহরুখ খান ছাড়াও ছিলেন তাপসী পান্নু, ভিকি কৌশল। পরিচালক রাজকুমার হিরানী। গত বছর ছিল শাহরুখের বছর। বছর পাঁচেক পর মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্সঅফিসে সুপারহিট হয়। তবে সেই তুলনায় ডানকি আশানুরূপ ফল করেনি। তবে ছবির গানগুলি বেশ হিট হয়েছিল।