আরিয়ানে খানের ওয়েব সিরিজে ধামাকাদার এন্ট্রি শাহরুখের! হাতজোড় করে বাদশা বললেন…
শুটিং চলাকালীন একের পর এক শট দিলেও পরিচালকের পছন্দ হচ্ছে না। পরিচালক বারবার বলছিলেন, "এক অউর, এক অউর," অর্থাৎ আরও একটিবার শট নেওয়ার জন্য। আর শাহরুখ খান ধৈর্য ধরে বারবার শট দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাতেও পরিচালক সন্তুষ্ট হচ্ছিলেন না।

শুটিং চলাকালীন একের পর এক শট দিলেও পরিচালকের পছন্দ হচ্ছে না। পরিচালক বারবার বলছিলেন, “এক অউর, এক অউর,” অর্থাৎ আরও একটিবার শট নেওয়ার জন্য। আর শাহরুখ খান ধৈর্য ধরে বারবার শট দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাতেও পরিচালক সন্তুষ্ট হচ্ছিলেন না। অবশেষে, বাদশা গেলেন বেজায় চটে। বলে ফেললেন, “তেরে বাপকা আওয়াজ হ্যায় কেয়া?” তখন ক্যামেরার পাশ থেকে হাসিমুখে উত্তর এল, “হ্যাঁ,” আর সেই উত্তরটি দিলেন আরিয়ান খান।
তবে শাহরুখের রাগ তখনও কমেনি। তিনি আরও বলেন, “চুপ, অব ম্যায় টেক করুঙ্গা, তুম সব চুপচাপ দেখোগে, অউর শিখোগে।” এরপর শাহরুখ তার বিখ্যাত ডায়ালগ বলেন, “পিকচার তো সালো সে বাকি হ্যায়, পর শো আব শুরু হোগা। The Biggest, The Baddest, The Bravest, The Wackiest, Funnyest, Cheekiest, Maddest, Filmiest Show On the earth. আর এই শোয়ের নাম The Ba…ds of Bollywood।”
শাহরুখের এই সংলাপ শুটিং সেটে সবার মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করে। তবে এর পরেই আরিয়ান খান বলেন, “পাপা, ক্যামেরা রোল নেহি হুয়া! এক অউর মিলেগা।” এই শুনে শাহরুখ আবার রেগে যান এবং ছেলের দিকে তেড়ে গিয়ে বলেন, “তেরি তো…” তখন আরিয়ান ‘জওয়ান’ ছবির ডায়ালগ আওড়ে বলেন, “পাপা, বেটেকো হাত লাগানে সে প্যাহেলে…”
এরপর, পর্দায় একটি ঘোষণা আসে, যেখানে বলা হয়, পরিচালনায় আরিয়ান খান। হ্যাঁ, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রথমবারের মতো ওয়েব সিরিজ পরিচালনা করছেন, এবং এটি নেটফ্লিক্সে আসবে। এদিন ধুমধাম করে ছেলে আরিয়ান পরিচালিত সিরিজের ঘোষণা করলেন কিং খান। সেই সঙ্গে বলেন, “এতগুলো বছর ধরে মানুষ যে পরিমাণ ভালবাসা দিয়েছে আমায়। তার ৫০ শতাংশ ভালবাসাও আমার ছেলে-মেয়েকে দেন তাহলে আমি খুবই উপকৃত হব। আমার অনেক তারকা বন্ধু এই শো-এর সঙ্গে যুক্ত হয়েছেন সবটাই অবশ্য আরিয়ানকে ভালবেসে।”
শাহরুখ বলেন, “সবকিছু এরাই সামলে নেন, আমি শুধু নামে প্রযোজক। আমি আসলে একটা ব্লাডি স্টার, আসল কাজটা করে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, আর প্রোডাকশন টিম।” বাবার মতো তাঁর দুই সন্তানও পুরো নম্বর পাবে আপাতত সেটাই দেখার।
