রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে পাঠান। যদিও মুক্তির প্রথম সপ্তাহেই এই ছবির আয় নিয়ে বেশ কিছুটা ধোঁয়াশা দেখা গিয়েছে সিনেপাড়ায়। প্রথম দুদিনে ঝড়ের গতিতে টাকা ঘরে উঠে এলেও, তৃতীয় দিন থেকেই বক্স অফিসে পাল্টাতে থাকে সেই চেনা সমীকরণ। যদিও ছবি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ছাড়িয়ে ৩০০ কোটি আয়। তবে লংরানে ছবি ঠিক কত কোটি ঘরে তুলে আনতে সক্ষম হবে তা এখনও স্পষ্ট নয়। একদিকে যেমন শাহরুখ খানের ছবির বাজার নিয়ে তরজা তুঙ্গে, অন্যদিকে ঠিক তেমনই আবার শাহরুখ ভক্তদের মনে উত্তেজনা, কিং খানকে চার বছর পর পর্দায় পেয়ে আবেগ ধরে রাখতে পারছে না কেউ-ই। তাই কখনও প্রেক্ষাগৃহে, কখনও আবার শাহরুখের বাড়ির সামনে চলছে সেলিব্রেশন। শাহরুখের কামব্যাক যদিও এখন আর বলা যাবে না। কারণ খোদ শাহরুখ খান জানিয়েছেন, কামব্যাক বলে কিছু নয়, যে কাজ তিনি শুরু করেছেন, তা শেষ করাটাই তাঁর লক্ষ্য মাত্র।
শাহরুখ খানের ছবি দেখে তাই ভক্তরা কিং খানকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গেল মন্নত অর্থাৎ শাহরুখের বাড়ির সামনে। রবিবার করে সেলেদের বাড়ির সামেন গেলেই দেখা মেলে প্রিয় তারকার। সে জলসার বাইরে অমিতাভ হোক বা গ্যালাক্সির বাইরে সলমন। তবে পাঠান মুক্তির পর প্রথম রবিবার মন্নতের বাইরের ভিড় ছিল চোখে পড়ার মতো। গাড়ি, ব্যানার, ছবি সহ শত শত ভক্তের ফোনের টর্চ জালানোর মুহূর্ত ফ্রেমবন্দি।
View this post on Instagram
অন্ধকার নামতেই ব্যালকনিতে হাজির হলেন পাঠান। হাত তুলে সকলকে চেনা পোজ়ে জানালেন ভালবাসা। হাত জোড় করে ধন্যবাদও জানালেন ভক্তদের। আর ঠিক সেই মুহূর্তেই পাঠানকে নিয়ে সকলের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। নিজেই সোশ্যাল মিডিযায় সেই ভিডিয়ো শেয়ার করলেন শাহরুখ খান। প্রিয় অভিনেতার বনবাস শেষ। পর্দায় ফিরেছেন শাহরুখ। একের পর এক ছবি মুক্তির পথে এখন। জাওয়ান, ডানকি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চাঞ্চল্য। এখন দেখার বক্স অফিসে কতটা প্রভাব ফেলে এই পাঠান ঝড়।