প্রেমদিবসে শাহরুখের উপহার এবার আপনার হাতের মুঠোয়, কোন সারপ্রাইজ় অপেক্ষায়
Shah Rukh Khan Surprise: কিং খান এই খবর নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তে শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় এসে স্পষ্ট জানিয়ে দিলেন, এই দিন সকলের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতে চলেছে। আর তা মুক্তি পাবে নেটফ্লিক্সে।
শাহরুখ খান, সকলেরই কম বেশি পছন্দের স্টার তিনি। মনের মানুষ। স্বপ্নে কত নারী তাঁকেই নিজের মন দিয়ে থাকেন, তা বলাই বাহুল্য। আর সেই রোম্যান্সের কিং যদি প্রেমদিবসে উপহার পৌঁছে দেয় আপনার হাতের মুঠোয়, বিষয়টা কেমন হয় বলুনতো? চমকে যাচ্ছেন? না অবাক হওয়ার কিছুই নেই। কারণ কিং খান এই খবর নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তে শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় এসে স্পষ্ট জানিয়ে দিলেন, এই দিন সকলের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতে চলেছে। আর তা মুক্তি পাবে নেটফ্লিক্সে।
অর্থাৎ এই ওটিটি প্ল্যাটফর্ম যার কাছে রয়েছে, সেই শাহরুখের এই উপহার পেয়ে যাবেন। কিন্তু শাহরুখ খান ঠিক কী উপহার দিতে চলেছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট করে না জানানোর ফলে, সকলেই তা নিয়ে বেজায় প্রশ্ন তুলতে শুরু করে দেয়। তবে নেটফ্লিক্সের নাম সামনে আসতেই একশ্রেণির অনুমান তবে কি নির্দিষ্ট সময়ের আগেই ডানকি মুক্তি পেতে চলেছে ওটিটিতে। সাধারণত, ওটিটিতে ছবি মুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম হল, ছবি প্রেক্ষাগৃহে মুক্তির ২ মাস অর্থাৎ ৬০ দিনের মাথায়, তা মুক্তি পেতে পারে ওটিটিতে।
View this post on Instagram
এবার কি এই নিয়ম ভেঙেই এবার নির্দিষ্ট সময়ের পূর্বেই শাহরুখ খানের ছবি ডানকি নাকি মুক্তি পেতে চলেছে? তা এখনও স্পষ্ট নয়। দীর্ঘ দিন ধরে যে ভক্তরা অপেক্ষায় ছিলেন ডানকি ওটিটিতে দেখবেন বলে, তাঁদের পাতেই কি গরম গরম সারপ্রাইজ তুলে দিতে তলেছেন তিনি, বাড়ছে ধৌঁয়াশা আর অপেক্ষা। দিনের শেষেই মিলবে উত্তর। তাই সকলের চোখ এদিন সকাল থেকেই নেটফ্লিক্সে।