শাহরুখ-কপিলের ফুটবল ম্যাচ, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

নয়ের দশকের ছবি দেখে আপনি নস্ট্যালজিক হতে বাধ্য।

শাহরুখ-কপিলের ফুটবল ম্যাচ, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল
ছবি-সোশ্যাল মিডিয়া
Follow Us:
| Updated on: Dec 15, 2020 | 6:50 PM

শাহরুখ খান (Shah Rukh Khan) খেলাপ্রিয় একজন মানুষ। এ কথা সকলের জানা। তবে ফুটবলের চেয়ে ক্রিকেটের দিকেই ঝোঁক কিং খানের। ক্রিকেট অন্ত প্রাণ বলেই কি না গোটা এক আইপিএল টিম কিনে ফেলেন!

কিন্তু আপনি কি জানেন এক সময়ে এসআরকে ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন। এবং জানেন তাঁর বিপরীত পক্ষে কে ছিলেন? ‘৮৩র বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। স্বয়ং কপিল দেব (Kapil Dev)!

সোশ্যাল মিডিয়ায় এ ছবি পোস্ট হতেই ভাইরাল। নয়ের দশকের ছবি দেখে আপনি নস্ট্যালজিক হতে বাধ্য। সাদা-কালো ছবিতে শাহরুখ পড়ে গিয়েও করছেন ট্যাকল। আর কপিল দিয়েছেন বলে এক দুর্দান্ত শট। পাশে দেখা যাচ্ছে দীপক তিজোরি এবং আরবাজ খানকেও। যা ধারণা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের এক দৃশ্যেরই ছবি।

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

প্রসঙ্গত, শাহরুখ খান আপাতত তাঁর নতুন ছবি ‘পাঠান’ মিয়ে ভীষণ ব্যস্ত। সে ছবিতে তার সঙ্গে রয়েছেন, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমনকেও। অন্য দিকে কপিল দেবও প্রস্তুত রণবীর-দীপিকা অভিনীত ’৮৩ নিয়ে।

View this post on Instagram

A post shared by Kapil Dev (@therealkapildev)

১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জয়ের উপর ভিত্তি করে, নির্মিত ’৮৩। চলতি বছরের প্রথম দিকে মুক্তি পাওয়ার জন্য তৈরি ’৮৩। বছরের শুরুতে রিলিজ ঠিক করা হলেও প্যান্ডেমিকের কারণে রিলিজের তারিখে পিছিয়ে যায়।

আরও পড়ুন : সেরে উঠছেন রাহুল, হাসপাতাল থেকে পোস্ট করলেন ছবি